‘মোস্তাফিজ ঘুরে দাঁড়াবেই’

অনুশীলনে অধিনায়ক মুশফিকের সঙ্গে ফুটবল খেলছেন মোস্তাফিজ। ছবি- সাজ্জাদ হোসেনদু বছর আগে ভারত-বধের তিনি নায়ক। ওয়ানডে সিরিজে ভারতকে প্রায় একাই হারিয়ে দেওয়া মোস্তাফিজুর রহমান দারুণ ঔজ্জ্বল্য ছড়িয়ে ক্যারিয়ার শুরু করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। গত বছর বাঁ কাঁধে অস্ত্রোপচারের পর যেন নিজেকে খুঁজে ফিরছেন ‘কাটার মাস্টার’। তাসকিন আহমেদ অবশ্য আশাবাদী, অস্ট্রেলিয়া সিরিজে ঠিকই জ্বলে উঠবেন ‘দ্য ফিজ’।

সোমবার শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তেমন আশাবাদ জানিয়ে তাসকিন বলেছেন, ‘মোস্তাফিজের কাছে সব সময়ই আমাদের অনেক আশা। সে আমাদের আশা পূরণও করে। হয়তো শেষ কয়েকটা ম্যাচ ভালো খেলতে পারেনি। বিশ্বসেরা বোলারও কিন্তু দু-একটা ম্যাচ খারাপ খেলতে পারে। তাই মোস্তাফিজকে নিয়ে চিন্তার কিছু নেই। আশা করি, ও ঘুরে দাঁড়াবে।’

গত ১২ মাসে জাতীয় দলের পক্ষে মোস্তাফিজের পারফরম্যান্স বলার মতো নয়। এ সময়ে ১৩টি ওয়ানডেতে ১৮টি এবং ৪টি টি-টোয়েন্টি খেলে ৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে টেস্টে ভালোই পারফরম্যান্স, বিশেষ করে শততম টেস্টে। গত মার্চে কলম্বোতে সেই ঐতিহাসিক ম্যাচে মোস্তাফিজের ৫ উইকেট শিকার শ্রীলঙ্কার বিপক্ষে  জয়ের ভিত গড়ে দিয়েছিল টাইগারদের। 

তাসকিনের অবশ্য শুধু মোস্তাফিজ নয়, দলের প্রত্যেকের কাছ থেকেই ভালো পারফরম্যান্সের প্রত্যাশা, ‘অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। তবে আমরা ওদের চেয়ে এদেশের উইকেট ভালো চিনি। এখানকার সব কিছুই আমাদের চেনা। আশা করি, আমরা ভালো করতে পারবো।’