ঢাকার বাইরে বিপিএলের উদ্বোধন!

bpl-logoবাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের প্রথম চার আসরের উদ্বোধন হয়েছিল ঢাকায়, জাঁকজমকের সঙ্গে। তবে আগামী ২ নভেম্বর শুরু হতে যাওয়া পঞ্চম আসরের উদ্বোধন হতে পারে ঢাকার বাইরে। ১ থেকে ৮ নভেম্বর রাজধানীতে হবে  কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। এই সম্মেলনের সময় ঢাকায় কয়েক শ’ অতিথি আসার কথা। তাদের নিরাপত্তায় ব্যস্ত থাকতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। মূলত নিরাপত্তার কারণে উদ্বোধন সহ শুরুর কয়েকটি ম্যাচ সিলেটে আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সাংবাদিকদের বলেছেন, ‘সিলেটে উদ্বোধনী অনুষ্ঠান হলেও কোনও গান-বাজনা হবে না। শুধু আতশবাজি দিয়ে উদ্বোধন করা হবে। প্রথম কয়েকটি ম্যাচ সিলেটে হতে পারে, অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এ বিষয়ে।’

বিসিবির একটি সূত্রে জানা গেছে, প্রথম রাউন্ডের ৮টি খেলা হতে পারে সিলেটে।  উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ নবাগত সিলেট সুরমা সিক্সার্স।

এবার উদ্বোধনী অনুষ্ঠানই না করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে বন্যার্তদের। এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বন্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান আমরা করবো না। টাকাটা বন্যা দুর্গতদের দেওয়া হবে।’ পঞ্চম আসরে বরিশাল বুলসকে বাদ দেওয়ার সিদ্ধান্তও বহাল রেখেছে গভর্নিং কাউন্সিল।