রাজশাহীর বোলিং তোপে বিপদে সিলেট

BCB-logo-for-facebook-690x403রাজশাহীর বোলারদের সামনে দাঁড়াতে পারেননি সিলেটের ব্যাটসম্যানরা। শুক্রবার জাতীয় ক্রিকেট লিগের এবারের মৌসুমের প্রথম দিনে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন স্বাগতিক বোলাররা। সাকলাইন সজীব, ফরহাদ রেজা ও মুক্তার আলীর বোলিং তোপে সিলেট তাদের প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটে ১২৩ রানে।

টস হেরে শুরুটা মন্দ ছিল না সিলেটের। দুই ওপেনার ইজতিয়াজ হোসেন ও শানাজ আহমেদ যোগ করেন ৩৮ রান। তবে শানাজের আউটের পর ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক ইমতিয়াজ।

দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে চেপে ধরা রাজশাহীর বোলাররা কাটিয়েছেন চমৎকার এক দিন। সবচেয়ে সফল সাকলাইন, মাত্র ২৪ রান দিয়ে নিয়েছেন তিনি ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ফরহাদ ও মুক্তার।

খেলা হয়নি কক্সবাজারে:

জাতীয় লিগে প্রথম টায়ারের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগের। কিন্তু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী না হওয়ায় টসই হয়নি!