জাতীয় লিগের দ্বিতীয় দিন তিন ব্যাটসম্যান ও দুই বোলারের

ইনিংস সেরা পারফরম্যান্স করেছেন এনামুলজাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন ব্যাটিংয়ে যেমন অর্জন আছে, তেমনই আছে বোলিংয়েও। এনামুল হকের সঙ্গে এদিন সেঞ্চুরি দেখেছেন আরও দুজন- রনি তালুকদার ও সাইফ হাসান। বোলাররাও ছিলেন উজ্জ্বল- নিহাদুজ্জামান ও সায়েম আলমের স্পিনে নাকানিচুবানি খেয়েছে প্রতিপক্ষ।

টায়ার-১ এর লড়াইয়ে খুলনাকে শক্ত অবস্থানে রাখতে এনামুল হক ১০৫ রানে অপরাজিত ছিলেন। আর রবিউল ইসলাম রবি খেলছিলেন ৬৭ রানে। এনামুল ও রবির শতাধিক রানের অবিচ্ছিন্ন জুটিতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিন রংপুর বিভাগকে ভালো জবাব দিয়েছে খুলনা। ৪৭১ রানের জবাবে ৫৭ ওভারে বিনা উইকেটে ১৮৫ রানে শনিবারের খেলা শেষ করেছে তারা। এর আগে প্রথম দিন ১২০ রানে খেলা শেষ করা রংপুরের অধিনায়ক নাঈম ইসলাম ১৩৫ রানে আউট হন। সাড়ে চারশ’র উপরে রান তুলতে শেষদিকে ৮৯ রান করে অবদান রাখেন সোহরাওয়ার্দী শুভ। খুলনার আল-আমিন হোসেন ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার। মাশরাফি মুর্তজা ১ উইকেট নিয়েছেন ১৪.৩ ওভারে। আবদুর রাজ্জাক পেয়েছেন ৩ উইকেট।

সেঞ্চুরি করেছেন রনি তালুকদারকক্সবাজারে প্রথম দিন একটি বলও মাঠে গড়ায়নি। টায়ার-১ এর এ ম্যাচে দ্বিতীয় দিন মুখোমুখি হয় ঢাকা ও বরিশাল বিভাগ। আগে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও সাইফ হাসানের ব্যাটিং দৃঢ়তায় ২ উইকেটে ৩০৯ রানে দিন শেষ করেছে ঢাকা। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি, গড়েছেন ১৪১ রানে দুর্দান্ত জুটি। রনি ১২১ রানে আউট হলেও ১০৬ রানে অপরাজিত আছেন সাইফ।

ঢাকার আরেক সেঞ্চুরিয়ান সাইফটায়ার-২ এর লড়াইয়ে আগের দিন মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো ৫ উইকেটে ২৫৭ রান করেছিল। প্রথম ইনিংসে তারা অলআউট হয় ৩৪৪ রানে। এরপর মেট্রোর নিহাদুজ্জামানের বাঁহাতি স্পিনে চট্টগ্রামের ব্যাটিং লাইনে ভরাডুবি। ১৮ বছর বয়সী এ স্পিনার ১৫.৫ ওভারে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ১৩০ রানে অলআউট করেন। অবশ্য ২১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিপদে পড়েছে মেট্রোও। প্রথম দুই ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রানে দিন শেষ করেছে তারা।

৬ উইকেট নিয়ে দিনের সেরা বোলার সিলেটের সায়েমরাজশাহীতেও বোলারদের দুর্দান্ত দিন গেছে। ৯ উইকেটে ১২৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সিলেট বিভাগ। রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা শেষ উইকেটটি নিয়ে ১২৮ রানে তাদের গুটিয়ে দেন। কিন্তু পাল্টা আক্রমণের শিকার হয় রাজশাহীর ব্যাটসম্যানরাও। সিলেটের ডানহাতি অফস্পিনার সায়েম আলম ৯.৪ ওভারে ৬ উইকেট নিয়ে ৭৯ রানে রাজশাহীকে অলআউট করেন। ৪৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে ফের তোপের মুখে সিলেট। ৯০ রানে ৫ উইকেট হারিয়েছে তারা।