চোট পেয়ে মাঠের বাইরে তামিম

তামিম ইকবালদক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসান নেই। যাতে ব্যাটিংয়ে দায়িত্ব আরও বেড়ে গেছে তামিম ইকবালের। বাংলাদেশের জার্সিতে রানের মধ্যে থাকা এই ওপেনারের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে। কিন্তু সিরিজ শুরুর আগেই ধাক্কা খায় বাংলাদেশ তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের শুরুতে। পেশীতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তামিমকে।

বেনোনিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ১৩ বল খেলে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছেড়ে যান তামিম। তাতে চিন্তার মেঘ জন্মে বাংলাদেশের আকাশে। দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম ‘স্পোর্ট টুয়েন্টিফোর’ জানিয়েছে, পেশীতে চোট পেয়েছেন তামিম। প্রাথমিক অবস্থায় চোটের বিষয়ে বিস্তারিত ‍কিছু জানা যায়নি। বাংলাদেশি ওপেনারের অবস্থা জানা যাবে স্ক্যানের ফল পাওয়ার পর।

যদিও ‘স্পোর্ট টুয়েন্টিফোর’ বাংলাদেশ দলের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তামিমের চোটটা খুব একটা ‘গুরুতর নয়’। ‘ভালো আছেন’ ২৮ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। স্পোর্ট টুয়েন্টিফোর