তামিমের চোট নিয়ে সংশয় কাটেনি

Tamimপ্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই তামিম ইকবালের চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ দলকে। ডান উরুর পেশিতে টান পড়ায় মাত্র ১৩ বল খেলে মাঠের বাইরে চলে যান টাইগারদের সেরা ওপেনার। শুক্রবার তামিমের চোটের অবস্থা জানতে স্ক্যান করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে চোটের সর্বশেষ অবস্থা।

বেনোনিতে ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে দ্রুত একটি রান নিতে গিয়ে পেশিতে টান লাগে তামিমের। এরপর বাধ্য হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।

বৃহস্পতিবার সারা দিন চিকিৎসার পর তামিমের চোটের অবস্থা জানতে স্ক্যান করা হয়। বিসিবির এক মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে চূড়ান্ত রিপোর্ট।’

তামিম মাত্র পাঁচ রান করে বেরিয়ে এলেও প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাব্বির রহমানের হাফসেঞ্চুরিতে ৭ উইকেট ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। দ্বিতীয় দিনে পেসাররাও জ্বলে উঠেছেন বল হাতে।-ক্রিকবাজ।