অভিজ্ঞদের ওপরে আকরামের ভরসা

মাশরাফি-সাকিব-তামিমের ওপরে অগাধ আস্থা আকরাম খানেরদক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়ে বাংলাদেশ দল এ মুহূর্তে স্বস্তিতে নেই। মাঠের বাইরের কিছু বিতর্কিত ঘটনা অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বহু গুণ। রবিবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা কেমন করবে, তা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা আশা-আশঙ্কার দোলাচলে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের ধারণা, ওয়ানডে সিরিজে ভালোই করবে বাংলাদেশ।

৫০ ওভারের ক্রিকেটে কয়েক বছর ধরেই টাইগাররা সমীহজাগানো শক্তি। টেস্ট সিরিজে বিশ্রাম নিয়ে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা হাল ধরেছেন দলের। আকরাম খানের ভরসা অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরেই। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন. ‘দলের সঙ্গে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মাশরাফি যোগ দিয়েছে। আগের তিন অভিজ্ঞ খেলোয়াড় তো আছেই। অভিজ্ঞ আর তরুণদের মেলবন্ধনে ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার সুযোগ রয়েছে।’

ওয়ানডে সিরিজের আগে টাইগারদের প্রতি তার পরামর্শ, ‘টেস্ট সিরিজে হারার জন্য মানসিকভাবে কিছুটা চাপে থাকতে পারে বাংলাদেশ। তবে সেটা ওভারকাম করতে পারলে আমাদের পক্ষে জেতাও সম্ভব।’

রবিবার প্রথম ওয়ানডের ভেন্যু কিম্বার্লিতে খেলার অভিজ্ঞতা আছে আকরামের। স্মৃতি রোমন্থন করে তিনি বলেছেন, ‘কিম্বার্লিতে আমরা ফ্ল্যাট উইকেটে খেলেছিলাম। এবারও তেমন উইকেট হলে আমাদের ছেলেরা ভালোই করবে।’