এই সফরেই ওয়ানডেতে বেশি রান হজম করেছে বাংলাদেশ

এই সফরেই ওয়ানডেতে বেশি রান হজম করেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে লজ্জার রেকর্ডের সাক্ষী বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হারের মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজে দলীয়ভাবে সবচেয়ে বেশি রান হজম করেছে বাংলাদেশ। যা তাদের এখন পর্যন্ত খেলা দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ। তিন ম্যাচে বাংলাদেশ হজম করেছে ১ হাজার ৪ রান।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ এর আগে সর্বোচ্চ হজম করেছিল ৮৬৩ রান। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রান হজম করেছিল মুশফিক-সাকিবরা।   

শুধু রান হজম করার দিক দিয়ে নয়, দক্ষিণ আফ্রিকায় সব ফরম্যাট মিলিয়ে ২৬ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটিতে। বাংলাদেশ এখন পর্যন্ত যে দেশগুলোর বিপক্ষে খেলেছে সেই অনুসারে এই হার-জয়ের অনুপাত সবচেয়ে নগন্য! এছাড়া এ নিয়ে চতুর্থবার ২০০ রানের বড় ব্যবধানে হারার নজির রাখলো বাংলাদেশ। সার্বিকভাবে এই হারটা রানের দিক দিয়ে যৌথভাবে তৃতীয়। এর মধ্যে অবশ্য দুটি হারই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

অপরদিকে এই বাংলাদেশের বিপক্ষেই ভিন্ন এক রেকর্ড গড়া হয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। ওয়ানডেতে গতকালই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়া হয়েছে কোনও সেঞ্চুরি ছাড়াই! আগের সর্বোচ্চ স্কোরটাও অবশ্য দক্ষিণ আফ্রিকার। যাতে ছিল না কোনও সেঞ্চুরি। ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৩৯২ রান করেছিল প্রোটিয়ারা।