হাথুরুসিংহেকে ‘মিস’ করবেন প্রধান নির্বাচক নান্নু

হাথুরুসিংহের সঙ্গে মিনহাজুল আবেদীন নান্নুবিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া চন্ডিকা হাথুরুসিংহে এখন ক্রিকেটাঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। জাতীয় দলের প্রধান কোচের পদত্যাগের ঘটনায় দেশের ক্রিকেট মহল বিস্মিত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও অবাক হাথুরুসিংহের এমন সিদ্ধান্তে।

সোমবার চিটাগং ভাইকিংসের অনুশীলন শেষে দলটির উপদেষ্টা নান্নু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘হাথুরুসিংহেকে অবশ্যই মিস করবো। তার সময়ে ক্রিকেটে আমাদের সুদিন ছিল, অনেক সাফল্য এসেছে। তাই তাকে মিস করবোই।’

এই সমস্যার সমাধান নিয়ে অবশ্য কিছু বলতে রাজি হননি জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘কোচের বিষয়টি পুরোপুরি বোর্ডের এখতিয়ারে। সময় হলেই এ বিষয়ে  জানা যাবে। আমার এখন এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

এবারের বিপিএলে বিদেশিদের আধিপত্য চোখে পড়ার মতো। নান্নু অবশ্য আশাবাদী, টুর্নামেন্ট থেকে ভালো ক্রিকেটার উঠে আসবে, ‘বিপিএলে বিদেশি খেলোয়াড়রাই আধিপত্য দেখাচ্ছে। আরেকটা দল থাকলে এটা হয়তো কম হতো। তবে এই টুর্নামেন্ট থেকে দুই-তিনজন ভালো ক্রিকেটার উঠে এলেও সেটা হবে আমাদের জন্য বিশাল প্রাপ্তি।’

প্রধান নির্বাচক আরও কয়েকটি ম্যাচ দেখেই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করার পক্ষপাতী, ‘প্রত্যেক দল অন্তত ১২টা করে ম্যাচ খেলবে। অন্তত ৭০ ভাগ ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত স্থানীয়দের পারফরম্যান্স মূল্যায়ন করা যাবে না। টি-টোয়েন্টিতে একজন খেলোয়াড় খুব কম সময় খেলার সুযোগ পায়। তাই দুই-একটা ম্যাচ দেখে খেলোয়াড়দের বিচার করা যাবে না।’