খুলনা টাইটানসের প্রতিশোধের মিশন

চতুর্থ ম্যাচের আগে খুলনা টাইটানসের অনুশীলনএবারের বিপিএলে খুলনা টাইটানসের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হার মেনেছিল তারা। তবে সিলেট সিক্সার্স আর চিটাগং ভাইকিংসকে টানা দুই ম্যাচে হারিয়ে খুলনা এখন দারুণ আত্মবিশ্বাসী। আজ চতুর্থ ম্যাচে টাইটানসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। মাহমুদউল্লাহর দলের সামনে তাই প্রতিশোধের মিশন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা একটায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে (৬৫ রানে) হেরে যাওয়ায় নেট রান রেটে বেশ পিছিয়ে পড়ে খুলনা। পরের দুই ম্যাচ জিতলেও সেটা (-০.৪৭৮) ‘প্লাস’ হতে পারেনি। তবে আজ জিতলে টাইটানসের নেট রান রেটের উন্নতি হবেই।

ঢাকার বিপক্ষে ফিরতি ম্যাচের আগে খুলনার খেলোয়াড়রা দারুণ উজ্জীবিত। ম্যাচের আগের দিন টাইটানসের অলরাউন্ডার আরিফুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগের ম্যাচে ঢাকার কাছে আমরা হেরেছি। এবার আমরা জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। মানসিকভাবে দলের সবাই প্রস্তুত।’

খুলনার মতো ঢাকার শুরুটাও ভালো হয়নি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হেরে যায় গতবারের চ্যাম্পিয়নরা। তবে পরের দুই ম্যাচ জিতে সাফল্যের কক্ষপথে ফিরেছে তারা। দলের বোলিং আক্রমণ নিয়ে গর্বিত ডায়নামাইটসের ক্যারিবীয় স্পিনার সুনিল নারিন, ‘দুর্দান্ত বোলিং আক্রমণ আমাদের কাজ সহজ করে দিচ্ছে। আমাদের দল এক-দুজনের ওপর নির্ভরশীল নয়। আমরা দল হিসেবে খেলি। প্রতি ম্যাচেই কেউ না কেউ জ্বলে উঠে দলকে সাফল্যের পথে এগিয়ে দিচ্ছে।’

খুলনা টাইটানস প্রতিশোধের নেশায় মেতে উঠবে, নাকি ঢাকা ডায়নামাইটস টানা তৃতীয় জয়ের দেখা পাবে, তার উত্তর মিলবে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।