যুব এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশের রান ২৭৪

লিমায় পেরুভিয়ানদের গোল উদযাপনের মুহূর্তগ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপ সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানকে তারা দিয়েছে ২৭৫ রানের টার্গেট। পিনাক ঘোষ, সাইফ হাসান ও আফিফ হোসেনের ফিফটিতে বাংলাদেশ ৬ উইকেটে ২৭৪ রান তোলে স্কোরবোর্ডে।

কিনারা ওভালে বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পিনাকের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন নাইম শেখ (১৮)। তারপর দ্বিতীয় উইকেটে সাইফ ও পিনাকের একশ ছাড়ানো জুটি। ৭৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৬১ রানে আউট হন সাইফ। মুনির রিয়াজের বলে আউট হওয়ার আগে ১০৫ রানের জুটি গড়েন বাংলাদেশি অধিনায়ক।

মুনির পরের দুটি উইকেট নিয়ে বাংলাদেশের লাগাম টেনে ধরেছিলেন। এই পাকিস্তানি বোলারকে উইকেট দেন তৌহিদ হৃদয় ও পিনাক। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৮২ রানে আউট হন পিনাক। ৯৩ বলে ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল বাংলাদেশের এই সেরা ইনিংস।

শেষদিকে এসে দলকে স্বস্তির সংগ্রহ এনে দেন আফিফ ও নাঈম হাসান। তারা অপরাজিত ৫০ রানের জুটি গড়েন। ৫৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন আফিফ। দুটি ছয়ে ১৫ বলে ২২ রানে খেলছিলেন নাঈম।

পাকিস্তানের মুনির সর্বোচ্চ ৩ উইকেট নেন।