যুব এশিয়া কাপ ফাইনালে আফগানিস্তান

জয়ের পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তানবৃষ্টি আইনে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ২ রানে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। শুক্রবার নেপালকে হারিয়ে তাদের বিপক্ষে লড়াই নিশ্চিত করলো আফগানিস্তান। দ্বিতীয় সেমিফাইনাল ৭ উইকেটে জিতে ২০১২ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে প্রথমবার উঠলো আফগানরা।

কিনারা ওভালে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। মুজিব উর রহমানের দুর্দান্ত বোলিংয়ে তারা প্রতিপক্ষকে অলআউট করে ১০৩ রানে। মাত্র ২৮ ওভার খেলতে পেরেছে নেপালিরা। জবাবে ৩ উইকেট হারিয়ে ২০.৩ ওভারে ১০৮ রান করে শিরোপার লড়াই নিশ্চিত করে আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

নেপালের অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে কেবল অনিল কুমার শাহ দুই অঙ্কের ঘরে রান করেন। ৫৭ বলে ৭ চার ও ১ ছয়ে ৫০ রান করেন তিনি।

মুজিব ১০ ওভারে ২৮ রান দিয়ে নেন ৬ উইকেট।

১০৪ রানের লক্ষ্যে নেমে রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে সহজ জয় পায় আফগানিস্তান। এই ওপেনারের ব্যাটে আসে ৬৫ বলে ৭১ রান। ৯টি চার ও ২টি ছয়ে সাজানো তার ম্যাচজয়ী ইনিংস।

আগামী ১৯ নভেম্বর কিনারা ওভালে প্রথম আসরের যুগ্ম চ্যাম্পিয়ন পাকিস্তানকে মোকাবিলা করবে আফগানিস্তান।