৫০ ওভারের ম্যাচে একারই ৪৯০ রান!

ড্যাডসওয়েলের স্কোররেকর্ড হয়ই ভাঙার জন্য। প্রায় সময় কেউ না কেউ নাম লিখে যাচ্ছেন রেকর্ড বইয়ে। কিন্তু এক ‘কল্পনাতীত’ রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান শেন ড্যাডসওয়েল। একটি ক্লাব ম্যাচে এক ইনিংসেই তার ব্যাটে এসেছে ৪৯০ রান! তাও আবার ম্যাচটি ছিল ৫০ ওভারের।

পচ ডর্প ফার্স্টের বিপক্ষে এনডাব্লিউইউ পুক্কের হয়ে মাঠে নেমেছিলেন ড্যাডসওয়েল। ১৯ বছর বয়সী এ উদ্বোধনী ব্যাটসম্যান শুরু থেকে চড়াও হন পচের বোলারদের ওপর। তার বাউন্ডারির সংখ্যা দেখলে চোখ ছানাবড়া হওয়া অস্বাভাবিক নয়- ২৭টি চার ও ছক্কা ৫৭টি! ৪৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে। বল খেলেছেন মাত্র ১৫১টি।

শেন ড্যাডসওয়েলক্রিজের অন্য প্রান্তে ড্যাডসওয়েলকে উপযুক্ত সঙ্গ দিয়েছেন রুয়ান হাসব্রোয়েক, যিনি ৫৪ বলে ১০৪ রানে অপরাজিত ছিলেন। দুজনে মিলে ৫০ ওভারে দলকে এনে দেন ৩ উইকেটে ৬৭৭ রানের বিশাল সংগ্রহ। পুক্কের ইনিংসে রয়েছে ৬৩ ছয় ও ৪৮ চার।

জবাব দিতে নেমে ৯ উইকেটে ২৯০ রান করে পচ। ড্যাডসওয়েল বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৭ ওভারে ৩ উইকেট নেন ৩২ রান দিয়ে। তার অলরাউন্ড পারফরম্যান্স ক্লাবকে এনে দিয়েছে ৩৮৭ রানের বিশাল জয়। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস