গাভাস্কারের পাশে অধিনায়ক কোহলি

কোহলির উদযাপনকলকাতা টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই বিদায় নিয়েছিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিনি ঘুরে দাঁড়ালেন সেঞ্চুরি করে। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০তম সেঞ্চুরি করলেন ডানহাতি এই ব্যাটসম্যান। রেকর্ডও স্পর্শ করেছেন ভারতীয় অধিনায়ক। টেস্ট দলকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির যৌথ মালিক এখন কোহলি, যেখানে তার পাশে আছেন সুনীল গাভাস্কার।

সোমবার ৮ উইকেটে ৩৫২ রানের দ্বিতীয় ইনিংস ঘোষণা করার সময় কোহলি ১০৪ রানে অপরাজিত ছিলেন। ওয়ানডেতে ৩২টি সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান টেস্টে তার ১৮তম সেঞ্চুরিটি করেছেন ১১৯ বলে। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে টেস্ট নেতৃত্ব পাওয়ার পর এটা তার ১১তম সেঞ্চুরি, এতদিন যেটা কেবল গাভাস্কারের দখলে ছিল।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি মোহাম্মদ আজহারউদ্দিনের। ৭ বার তিন অঙ্কের ঘরে পৌঁছে এই তালিকায় তিন নম্বরে শচীন টেন্ডুলকার। টেস্টে অধিনায়কত্ব করে ৫টি করে সেঞ্চুরি পেয়েছেন ধোনি, সৌরভ গাঙ্গুলী ও এমএকে পাতৌদি। ক্রিকইনফো, আইসিসি