রাজশাহীতে দলকে সেমিফাইনালে নিতে পারলেন না সাব্বির

সাব্বির ব্যাট হাতে জ্বললেও জেতাতে পারলেন না দলকেবিপিএল শেষ। নেই জাতীয় দলের অনুশীলন। তাই নাড়ির টানে রাজশাহী ফিরেছেন সাব্বির রহমান। ছুটির আমেজে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত। সেই সঙ্গে বুন্ধদের নিয়ে পদ্মাপাড়ে আড্ডা। এর মধ্যেই মঙ্গলবার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হয়ে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নেমে পড়লেন। কিন্তু ব্যাট হাতে ২০ বলে ৩৬ রান করেও দলকে সেমিফাইনালে তুলতে পারলেন না জাতীয় দলের এই ক্রিকেটার। এতে করে ক্লেমন টি-টোয়েন্টির শেষ কোয়ার্টার ফাইনালে ৬ উইকেটে জয় পেয়েছে ইলেভেন ওয়ারিয়র্স। 

ইলেভেন ওয়ারিয়র্স টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এতে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে অলআউট হয় ১০৭ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাব্বির। 

প্রতিপক্ষের তুহিন ৩টি, সকাল ও ডিকি ২টি করে উইকেট নেন। জবাবে ইলেভেন ওয়ারিয়ার্স ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১০৯ রান করে। দলের আসিফ অপরাজিত ৫১ রান করেন। এছাড়া জুবায়ের করেন ২৫ রান।

প্রতিপক্ষ দলের অন্তর ২৪ রানে ৩টি উইকেট লাভ করে।