স্মিথের আনন্দ অশ্রু, রুটের হতাশা

জয় উদযাপন করছেন স্মিথব্যাগি গ্রিন মাথায় দিয়ে আর কখনও ওয়াকায় পা রাখা হবে না স্টিভেন স্মিথের। পার্থের এ ঐতিহ্যবাহী স্টেডিয়ামে হয়ে গেলো শেষ টেস্ট। ইংল্যান্ডের কাছ থেকে ‘ছাইদানি’ উদ্ধার করে যেই ভেন্যুকে উপযুক্ত বিদায় জানালো অস্ট্রেলিয়া। এ বিদায়কে স্মরণীয় রাখতে বিশেষ কিছু করতে চেয়েছিলেন অধিনায়ক স্মিথ এবং সফল তিনি।

২০১০ সালে এই মাঠেই প্রথমবার টেস্ট ক্যাপ পরেছিলেন স্মিথ। ওইবার ইংল্যান্ডের কঠিন স্লেজিংয়ের শিকার হয়েছিলেন তিনি। তিন বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের এর জবাব দিয়েছিলেন দারুণ সেঞ্চুরিতে প্রথম অ্যাশেজ জিতে। আর এবার তরুণ একটি দল নিয়ে অ্যাশেজ পুনরুদ্ধারে নেতৃত্ব দিলেন শক্ত হাতে। জয়ের পরের অনুভূতিটা ছিল স্মিথের অন্যরকম, ‘কয়েক মিনিট আগে আমি খুব কাঁদছিলাম। এর পেছনে আমরা অনেক সময় ও শ্রম দিয়েছিলাম।’

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে স্বপ্ন সত্যি হলো স্মিথদের। অ্যাশেজ জেতাই যেখানে বিরাট ব্যাপার, সেখানে নেতৃত্ব দিয়ে সফল হওয়াটা আরও বিশেষ কিছু, ‘অস্ট্রেলিয়ান ও ইংলিশ ক্রিকেটারদের জন্য অ্যাশেজ সিরিজ বিরাট ব্যাপার। সবসময় চাপ থাকেই। কোনও অ্যাশেজে অধিনায়ক হিসেবে এটাই আমার প্রথম সিরিজ। আমি মনে রাখার মতো কিছু করতে চেয়েছিলাম এবং বিশেষ কিছু। গত কয়েক সপ্তাহ ছেলেরা যা করেছে, সেটা ব্যতিক্রম ছিল।’

অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে জয়ের ক্ষুধা এখনও শেষ হয়ে যায়নি। মেলবোর্ন ও সিডনিতে বাকি দুই ম্যাচ জিতে ২০০৭ ও ২০১৪ সালের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে চায় স্বাগতিকরা। স্মিথ বললেন সে কথা, ‘তেমন কিছু করতে পারলে চমৎকার হবে এবং মেলবোর্ন নিয়ে কথা বলবো, সেখানে যাওয়ার পর। ২০১৩-১৪ অ্যাশেজে (হোয়াইটওয়াশ) আমিও দলে ছিলাম এবং আমার জীবনের চমৎকার দিন ছিল সেটা। আমরা ধাপে ধাপে এগোব এবং সফলতা ধরে রাখবো।’

রাজ্যের হতাশা রুটের চোখেমুখেসিরিজ হাতছাড়া হওয়ার পর এখন জো রুটের লক্ষ্য আগের দুইবারের মতো হোয়াইটওয়াশ না হওয়া। এমনভাবে সিরিজ হেরে যাওয়া মেনে নিতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক, ‘এটা মেনে নেওয়া কঠিন। সততার সঙ্গে বলতে চাই, অস্ট্রেলিয়া তিন ম্যাচেই আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা যে ভালো খেলিনি, সেটা নয়। ভালো খেলাটা বেশি সময় ধরে রাখতে পারিনি। আমাদের আরও ভালো খেলতে হবে। আমি হতাশ।’ আশাবাদী রুট আরও যোগ করেছেন, ‘আমাদের জন্য পরের ম্যাচ দুটি আরও কঠিন হবে। কিন্তু মেলবোর্নে নামার আগে বেশ সময় পাচ্ছি, এই সময়ে আমাদের শক্তিশালী থাকার মানসিকতা ফিরিয়ে আনতে হবে।’