বার্সায় যাওয়ায় কৌতিনিয়োকে নেইমারের অভিনন্দন

কৌতিনিয়োর সঙ্গে নেইমাররেকর্ড ট্রান্সফারে বার্সেলোনায় নাম লিখিয়েছেন ফিলিপে কৌতিনিয়ো। গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্প ছেড়ে যাওয়া নেইমার তার জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ায়।

জাতীয় দল ব্রাজিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন নেইমার ও কৌতিনিয়ো। সুযোগ ছিল ক্লাব ফুটবলেও একই দলে খেলার। যদিও গত গ্রীষ্মের দলবদলে নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ায় সেটা হচ্ছে না। তবে জাতীয় দল সতীর্থকে অভিনন্দন জানাতে ভুল হয়নি পিএসজি ফরোয়ার্ডের।

সোমবার ন্যু ক্যাম্পে দর্শকদের সামনে দলের নতুন সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়। চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলা হয়েছে কৌতিনিয়োর সঙ্গে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাবেক লিভারপুল মিডফিল্ডার। নেইমার প্রসঙ্গে কৌতিনিয়ো বলেছেন, ‘জাতীয় দলে আমি নেইমারের সঙ্গে খেলছি, সেই ছোটবেলা থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব। সে আমাকে অভিনন্দন জানিয়েছে এবং বলেছে, ওখানকার (বার্সেলোনায়) ড্রেসিং রুমটা অসাধারণ।’

কাতালান ক্লাবে নাম লেখানোর আগে বার্সেলোনার পরিবেশ নিয়ে কথা বলেছিলেন তিনি লুই সুয়ারেস ও পাউলিনিয়োর সঙ্গেও। সুয়ারেসকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন লিভারপুলে, আর পাউলিনিয়োর সঙ্গে জাতীয় দলের ড্রেসিং রুম ভাগাভাগি করার অভিজ্ঞতা আছে কৌতিনিয়োর। সাবেক ও বর্তমান দুই সতীর্থের সঙ্গে আলোচনার বিষয়টি সামনে এনে বলেছেন, ‘লুই সুয়ারেস ও পাউলিনিয়োও বলেছিল, এখানে খুব ভালো থাকবো আমি।’

সুয়ারেসের প্রশংসাও ঝরল তার মুখে, ‘লিভারপুলে আমরা দারুণ সময় কাটিয়েছি। প্রিমিয়ার লিগ প্রায় জিতেই নিয়েছিলাম আমরা। ও খুব ভালো বন্ধু, আবারও তার সঙ্গে খেলতে পারাটা আমার জন্য অনেক সম্মানের।’ সঙ্গে যোগ করেছেন, ‘সুয়ারেসের সঙ্গে আবার খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত, সে দারুণ খেলোয়াড়।’ গোল ডটকম