আর্কাইভ-মিউজিয়াম নিয়ে কাজ চলছে: বিসিবি সভাপতি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ছবি-বিসিবিজিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শততম ওয়ানডের আয়োজন করলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ম্যাচটি চলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ক্রিকেট বিষয়ক মিউজিয়াম আর আর্কাইভ নিয়ে কাজ চলছে।

প্রথমবার বোর্ড সভাপতি হওয়ার পর মিরপুরে আর্কাইভ ও মিউজিয়াম নিয়ে কাজ করবেন বলে জানিয়েছিলেন নাজমুল হাসান। বুধবার এ প্রসঙ্গে তিনি জানালেন, ‘এ বিষয়ে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। তবে যেভাবে কাজ করতে চাইছি, সেটা হচ্ছে না। কারণ, আমাদের এখানে সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত। বিদেশের অনেক স্টেডিয়ামে মাঠের বাইরে অনেক জায়গা থাকে। কিন্তু আমাদের এখানে তা নেই। আমরা অবশ্য পূর্বাচলে একটা স্টেডিয়াম বানাচ্ছি। আমাদের ঠিক করতে হবে, এখানে যা করছি, ওটাকে টার্গেট করে পূর্বাচলে কী কী করতে চাই।’

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, ‘জায়গাটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল গিয়েছিল। এখন প্রধানমন্ত্রীর দফতরে ফাইলটা আছে।’

ডেভিড বুনের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বিসিবি সভাপতি। ছবি-বিসিবিমিরপুর স্টেডিয়ামে শততম ওয়ানডে ম্যাচ আয়োজন করে নাজমুল হাসান উচ্ছ্বসিত, ‘এটা একটা মাইলফলক। এই স্টেডিয়ামের প্রতি আমাদের আলাদা মোহ আছে। আশা করি, একদিন এই মাঠে ২০০-৩০০ ম্যাচ হবে।’

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফেভারিট দল। বোর্ড সভাপতির আশা, তিন দেশের টুর্নামেন্টে এবার আর হতাশ হতে হবে না টাইগারদের, ‘বাংলাদেশ কখনও ত্রিদেশীয় সিরিজ জিততে পারিনি। এবার আমাদের সামনে সুযোগ আছে, আমরা  চ্যাম্পিয়ন হতে চাই।’

বুধবার ম্যাচ রেফারি হিসেবে শততম ম্যাচের দায়িত্ব পালন করলেন ডেভিড বুন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনারের হাতে বিশেষ সম্মানসূচক ক্রেস্ট তুলে দিয়েছেন নাজমুল হাসান।