যুব বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ-ভারত মুখোমুখি

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকানাডাকে ২৮২ রানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। তাতে যুব বিশ্বকাপের গ্রুপ পর্বে দ্বিতীয় হওয়া বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারতকে।

‘বি’ গ্রুপে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ড্রয়ের নিয়ম অনুযায়ী, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়নের লড়াইটা নির্ধারিত ছিল ‘সি’ গ্রুপের রানার্স-আপের সঙ্গে। এই গ্রুপ থেকে সাইফ হাসানরা দ্বিতীয় হয়ে শেষ করায় প্রতিপক্ষ হিসেবে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে গেছে তারা। ২৬ জানুয়ারি কুইন্সটাউনে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর কানাডাকেও উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে হারায় ধাক্কা খায় সাইফরা। সেই ইংলিশরা নিজেদের শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

কোয়ার্টার ফাইনালে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বে প্রতিপক্ষদের উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে ভারত। অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পরের দুই ম্যাচে তারা ১০ উইকেটে উড়িয়ে দিয়েছে যথাক্রমে পাপুয়া নিউগিনি ও জিম্বাবুয়েকে।

যুব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড-আফগানিস্তান।