জিম্বাবুয়ের অনুপ্রেরণা ১২ রানের সেই জয়

অনুশীলনের ফাঁকে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের সঙ্গে আলোচনা করছেন জিম্বাবুয়ের কোচ হিথ স্ট্রিক। ছবি-বিসিবিত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার বাংলাদেশকে হারাতেই হবে জিম্বাবুয়েকে। তিন ম্যাচে একটাই জয় পেয়েছে আফ্রিকান দেশটি, শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১২ রানের সেই জয়ের অনুপ্রেরণা নিয়ে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার লক্ষ্য জিম্বাবুয়ের।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের ব্যাটসম্যান পিটার মুর বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের বাজে পারফরম্যান্স মনে রাখতে চাই না। বরং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের সাফল্য মনে রেখে কালকের ম্যাচ খেলবো।’

টুর্নামেন্টে তিনটি ম্যাচ খেলে মিরপুরের পিচ আর কন্ডিশন সম্পর্কে ভালোই ধারণা হয়েছে জিম্বাবুয়ের। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও পিটার মুরের কণ্ঠে যথেষ্ট আত্মবিশ্বাস, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তবে আস্তে আস্তে পিচ আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। দ্বিতীয় ম্যাচের সাফল্যেই তা প্রমাণিত। আশা করি, বাংলাদেশের বিপক্ষে কাল আমরা সামর্থ্যের প্রমাণ রাখতে পারবো।’

তবে ঘরের মাঠে বাংলাদেশকে হারানো যে ভীষণ কঠিন, তা ভালোমতোই জানা এই ডানহাতি ব্যাটসম্যানের, ‘দেশের মাটিতে বাংলাদেশ খুব শক্তিশালী দল। সাম্প্রতিক সময়ে দেশের বাইরেও তারা ভালো খেলেছে। আমরা বাংলাদেশের শক্তি সম্পর্কে ভালোমতোই জানি। ডেথ ওভারে রুবেল ‍আর মোস্তাফিজ খুবই দক্ষ বোলার। তবে আমরা প্রতিরোধ গড়ার সর্বাত্মক চেষ্টা করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পরিকল্পনার সঠিক বাস্তবায়ন।’