চট্টগ্রাম টেস্টে তানভীর ও সানজামুল

তানভীর হায়দার (বাঁয়ে) ও সানজামুল ইসলাম ত্রিদেশীয় সিরিজের হতাশা শেষে বাংলাদেশের সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজের ‘মিশন’। আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্টে দুই স্পিনার সানজামুল ইসলাম আর তানভীর হায়দারকে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব আল হাসান। সাকিবের শূন্যতা দূর করতে বাঁহাতি স্পিনার সানজামুল আর লেগস্পিনার তানভীরকে নিয়েছে স্বাগতিক দল। তাই চট্টগ্রামে টাইগাররা যাচ্ছে ১৫ সদস্যের দল নিয়ে।

গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে ছিলেন তানভীর, যদিও দুই টেস্টের কোনোটিতেই প্রথম একাদশে ছিলেন না। আর এই প্রথম টেস্ট দলে থাকার সৌভাগ্য হলো সানজামুলের। 

৫৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২ হাজার ৫২৭ রান করার পাশাপাশি ৯৭ উইকেট নিয়েছেন তানভীর। ৬টি সেঞ্চুরি ও ২৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি, সর্বোচ্চ রান ১২৯।

অন্যদিকে ৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে বাঁহাতি স্পিনে সানজামুলের শিকার ২২৪ উইকেট। ৬টি সেঞ্চুরি আর ১৩টি হাফসেঞ্চুরি সহ এক হাজার ৭৪৪ রান করা সানজামুলের সর্বোচ্চ ইনিংস ১৭২ রানের।

প্রথম টেস্টের দল: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, সানজামুল ইসলাম, তানভীর হায়দার ও নাঈম হাসান।