চোটের কাছে হেরে গেছে খেলাঘর

খেলাঘরের কোচ রুহুল আমিনপ্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে নাম লেখানো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এই আসরে দারুণ খেলেছে। মোহামেডানের মতো দল যেখানে সুপার লিগ খেলতে ব্যর্থ, সেখানে খেলাঘর জায়গা করে নিয়েছে। সুপার লিগে খুব একটা সুবিধা করতে না পারলেও প্রথমবারে প্রাপ্তি কমও নয় তাদের।

তবে আরও ভালো করার স্বপ্ন ছিল খেলাঘর কোচ রুহুল আমিনের। কিন্তু পারেননি চোটের কারণে। ইনজুরিতে দলের বেশ কয়েকজন খেলোয়াড় খেলতে পারেননি। লক্ষ্য পূরণ না হওয়ার প্রধান কারণ হিসেবে এটাকেই সামনে আনলেন রুহুল আমিন। সোমবার আবাহনীর বিপক্ষে ১২৭ রানের বড় ব্যবধানে হারের পর সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি চোটের কাছে হেরে গেছি, আর কিছু না। জাস্ট চোট। আমি সুপার লিগে এসে হাসান মাহমুদকে হারিয়েছি। আমার মূল অলরাউন্ডার মইনুল ইসলাম সোহেল, আমার ব্যাটিংয়ের বড় স্তম্ভ অমিত মজুমদারকে হারিয়েছি। ওদেরকে সুপার লিগে পাইনি।’

সঙ্গে যোগ করেছেন, ‘অমিতের পায়ে ইনজুরি। সাদ্দাম আজ ইনজুরির কারণে খেলতে পারলো না। পেসার টুটুলের পায়ের অবস্থাও ভালো না। ওকে দিয়েও পারলাম না বল করাতে।’

লক্ষ্য পূরণ না হওয়ায় আক্ষেপ আছে রুহুল আমিনের। অনেক বড় স্বপ্ন দেখেছিলেন তিনি, ‘খেলাঘর সুপার লিগে ওঠে সন্তুষ্ট হয়নি। আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। খেলাঘর যদি পুরো দল পেতো, তাহলে আমরা আরও অনেক বড় চমক দেখাতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য যে আমরা পারিনি।’