হায়দরাবাদে সাকিবের অভিষেক

সাকিব আল হাসান। ছবি: সানরাইজার্স হায়দরাবাদ ফেসবুকএবারের আইপিএলে দলবদল হয়েছে সাকিব আল হাসানের। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে বাংলাদেশি অলরাউন্ডার এখন সানরাইজার্স হায়দরাবাদের। নতুন ‘ঘরের’ জার্সিতে প্রথম মাচেই অভিষেক হয়ে গেল সাকিবের।

আইপিএলের ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদ মুখোমুখি রাজস্থান রয়্যালসের। নিজেদের উদ্বোধনী ম্যাচ দিয়ে হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন একটু মজাও করছেন সাকিবের নাম ঘোষণার সময়।

টস পর্ব শেষে বিদেশি কোটায় চার খেলোয়াড়ের নাম জানাতে রশিদ খান, বিলি স্ট্যানলেক ও নিজের নামটা দ্রুতই নিলেন কিউই অধিনায়ক। চতুর্থ নামটি বলার সময় উইলিয়ামসন একটু এদিক-ওদিক তাকালেন। তাহলে কি ভুলে গেছেন চতুর্থ বিদেশির নাম? না, সাকিবের নাম বলার আগে একটু রসিকতাই করলেন যা।

ছয় বছর কলকাতা নাইট রাইডার্সে কাটানা সাকিবকে এবার ২ কোটি রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ। কলকাতা বাংলাদেশি অলরাউন্ডারকে ছেড়ে দিলেও তার প্রয়োজনীয়তা খুব ভালো করে বুঝেছে মোস্তাফিজুর রহমানের সাবেক দল।

আইপিএলে নতুন জার্সিতে নতুন এক মাইলফলকের সামনে সাকিব। ২৫৪ টি-টোয়েন্টি খেলে ব্যাটসম্যান সাকিবের রান ৩,৯৮০। আর বল হাতে উইকেট ২৯৪টি। আর ২০ রান এবং ৬ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ৪,০০০ রান ও ৩০০ উইকেটের মালিক হবেন বাঁহাতি অলরাউন্ডার; যে কীর্তি কেবল আছে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোর।

শনিবার ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে জেতান ব্রাভো। ২০ ওভারের ম্যাচ তিনি খেলেছেন ৩৭৫টি, ৪১৩ উইকেটের পাশাপাশি তার রান ৫ হাজার ৫৭১।

ব্রাভোর কাতারে যোগ দিতে সাকিবের সঙ্গে অপেক্ষমাণ তালিকায় আছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ৩০০ উইকেটের ঘরে পৌঁছালেও আরও ১০৭ রান করতে হবে তাকে। ২৭৪ ম্যাচে ৩ হাজার ৮৯৩ রান তার, উইকেট ৩০০টি।

আর ২ রান করলে সাকিব পূরণ করবেন আইপিএলে ৫০০ রানের কোটা এবং ৭ উইকেট নিলে হবেন এই টুর্নামেন্টে ৫০ উইকেটের মালিক। ৪৩ ম্যাচে তার রান ৪৯৮ এবং উইকেট ৪৩টি।

আড়াইশরও বেশি টি-টোয়েন্টি খেলে এখনও কোনও সেঞ্চুরি নেই সাকিবের, হাফসেঞ্চুরি ১৪টি। ২০ ওভারে ক্যারিয়ার সেরা রান ৮৬। বল হাতে সেরা পারফরম্যান্স ৬ রান দিয়ে ৬ উইকেট। ক্রিকইনফো