আগামী মাসে জাতীয় দলের ক্যাম্প

ঢাকায় ত্রিদেশীয় সিরিজের সময় বাংলাদেশ দলের অনুশীলন। ফাইল ছবি-বিসিবিআগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ, এরপর জুলাইয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। নতুন মৌসুমকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। মঙ্গলবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন এ তথ্য।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘১৩  মে ক্যাম্প শুরু হওয়ার কথা। ক্রিকেট পরিচালনা বিভাগ শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানাবে।’

ভারতের দেরাদুনে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে আফগান ক্রিকেট বোর্ডকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেরাদুনের বদলে বেঙ্গালুরু অথবা কলকাতায় খেলতে আগ্রহী বাংলাদেশ।

প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা তুষার ইমরানকে একটা সুখবর দিয়েছেন প্রধান নির্বাচক, “তুষারকে আমরা বাংলাদেশ ‘এ’ দলের জন্য বিবেচনা করছি। ‘এ’ দলে দেখেই বুঝতে পারবো আন্তর্জাতিক অঙ্গনে তার পারফর্ম করার সামর্থ্য আছে কিনা। দেশের বাইরে টেকনিক্যালি সে কতটা দক্ষ সেটাও বিবেচনা করতে হবে। কারণ  ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য।”

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে জোড়া সেঞ্চুরি করা তুষার ২০০৭ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন।