টি-টোয়েন্টিতে সাকিবের ডাবল

সাকিব পেলেন কাঙ্ক্ষিত উইকেটকাঙ্ক্ষিত একটি উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসান। আগের দুই ম্যাচ উইকেট খরায় থাকা সানরাইজার্স হায়দরাবাদের এই অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়ে অভিজাত এক ক্লাবে নাম লিখলেন। টি-টোয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হয়ে ৪০০০ রান ও ৩০০ উইকেটের মালিক হলেন সাকিব।

গত ১৪ এপ্রিল সাবেক ক্লাব কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে ৪০০০ রানের মাইলফলক ছোঁন সাকিব। ওই ম্যাচেই ‘ডাবল’ ছোঁয়ার ইঙ্গিত দিয়েছিলেন ২ উইকেট নিয়ে। কিন্তু একটি উইকেটের আক্ষেপ থেকে যায় তার। যেটা ছিল গত দুই ম্যাচেও।

কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন সাকিব। মঙ্গলবার সেই অপেক্ষার অবসান করলেন নিজের প্রথম ওভারেই। রোহিতকে স্লিপে ক্যাচ বানিয়ে মাইলফলক ছুঁলেন বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে ৪০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল কেবল ডোয়াইন ব্রাভোর। এবার ওয়েস্ট ইন্ডিজ তারকার পাশে বসলেন সাকিব। ক্রিকইনফো