থাইল্যান্ডকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

থাইল্যান্ডের আরও একটি উইকেট নিয়ে সালমাদের উদযাপনমেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তারপর থেকে উড়ছে তারা। পাকিস্তান ও ভারতকে ঘায়েল করার পর বৃহস্পতিবার কম শক্তির থাইল্যান্ডকে উড়িয়ে দিলেন সালমা খাতুনরা।

৯ উইকেটে জিতে ছয় দলের পয়েন্ট টেবিলে ৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। শীর্ষে থাকা পাকিস্তানের সমান ৬ পয়েন্ট তাদের। শনিবার মালয়েশিয়ার বিপক্ষে জিতলে ফাইনালের হাতছানি সালমাদের সামনে।

কুয়ালালামপুরে কিনরারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে থাইল্যান্ডকে ৬০ রানে আটকে দেন বোলাররা।

মাত্র ৩৯ রানে ৭ উইকেট হারায় থাইল্যান্ড। সালমা ও নাহিদা আক্তার সর্বোচ্চ ২টি করে উইকেট নেন। জাহানারা আলম, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ পান একটি করে উইকেট।

থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন নাত্তায়া বুচাথাম। অধিনায়ক সোরনারিন তিপোচ ১৩ রানে অপরাজিত ছিলেন। এছাড়া সিরিন্তা সায়েংসাকাওরাত (১৪) কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান।

মাত্র ৬১ রানের লক্ষ্যে নেমে ৮ রানে প্রথম উইকেট হারানো ছাড়া আর কোনও প্রতিরোধের মুখে পড়েনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে শামিমা সুলতানা (৮) আউট হওয়ার পর আয়েশা রহমান ও নিগার সুলতানার অপরাজিত ৫৪ রানে জয় পায় বাংলাদেশ। মাত্র ১১.১ ওভারে ১ উইকেটে ৬২ রান করে তারা।

আয়েশা ও নিগার দুজনেই সমান ২৮টি করে বল খেলে ২৫ রানে অপরাজিত ছিলেন। নিগার ৩টি চার মারেন। দুটি চার ও ম্যাচ জেতানো ছয়টি আসে আয়েশার ব্যাটে।