ভারতকে হারিয়ে ইংল্যান্ডের সমতা

দারুণ শতকে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন রুটনটিংহ্যামে ভারতের কাছে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। শনিবার লর্ডসে তারা ৮৬ রানে জিতে সিরিজে ১-১  সমতা ফেরালো। আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লিডসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত।

দ্বিতীয় ওয়ানডেতে জো রুটের সেঞ্চুরি এবং এউইন মরগান ও ডেভিড উইলির হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ৩২২ রান করে ইংল্যান্ড। তারপর লিয়াম প্লাঙ্কেটের পেসে ইনিংসের শেষ বলে ২৩৬ রানে অলআউট হয় ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে জেসন রয় ও জনি বেয়ারস্টোর ৬৯ রানের জুটিতে দারুণ শুরু করে ইংল্যান্ড। বেয়ারস্টো ৩৮ ও রয় ৪০ রানে আউট হলে মরগান ও রুট ১০৩ রানের দুর্দান্ত জুটি গড়েন।

৫৩ রানের ইনিংস খেলে মরগান আউট হন। উইলির সঙ্গে সপ্তম উইকেটে ৮৩ রান যোগ করেন রুট। ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। ১১৬ বলে ৮ চার ও ১ ছয়ে ১১৩ রান আসে রুটের ব্যাটে। ৫০ রানে অপরাজিত ছিলেন উইলি।

প্লাঙ্কেট ৪ উইকেট নিয়ে দাঁড়াতে দেননি ভারতকেভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কুলদীপ যাদব।

সিরিজ জয়ে ৩২৩ রানের লক্ষ্যে নেমে প্লাঙ্কেটের পেসে সুবিধা করতে পারেনি ভারত। সুরেশ রায়না সর্বোচ্চ ৪৬ রান করেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে আসে দ্বিতীয় সেরা ৪৫ রান। এছাড়া মহেন্দ্র সিং ধোনি ৩৭ ও শিখর ধাওয়ান করেন ৩৬ রান।

প্লাঙ্কেট সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান উইলি ও আদিল রশিদ।