২ মাস মাঠের বাইরে ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহাবুড়ো আঙুলের চোটে ইংল্যান্ড সফরে ৫ ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার। এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরেও তার যাওয়া হয়ে পড়েছে অনিশ্চিত। কাঁধের চোট পেয়েছেন তিনি, ছিটকে গেছেন অন্তত ২ মাসের জন্য।

ভারতের এই প্রথম সারির টেস্ট উইকেটরক্ষকের কাঁধে অস্ত্রোপচার করানো হবে কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কয়েক দিনের মধ্যে। ছুরি কাঁচির নিচে যেতে হলে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে তার অস্ট্রেলিয়া সফর। আপাতত চিকিৎসকদের পরামর্শ ব্যাটও তুলতে পারবেন না ঋদ্ধিমান।

অথচ এই বছরের শুরুতে গুরুতর ইনজুরিতে পড়েছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান। বছরের প্রথম টেস্টে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ০ ও ৮ রান করে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ঋদ্ধিমান। দেশে ফিরতে হয় আগেভাগে। আইপিএল খেলতে গিয়ে বুড়ো আঙুলে চোট পান তিনি। কিন্তু বিসিসিআই ও নির্বাচকরা এটা গোপন করেছিল। এই আঘাতে আফগানিস্তান টেস্ট খেলা হয়নি তার। গত জুনের শুরুতে ওই চোটের কথা স্বীকার করে বোর্ড কর্মকর্তারা। ক্রিকইনফো