ওয়ানডেতে ফখর জামানের ডাবল সেঞ্চুরি

পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে ফখর জামানের ডাবল সেঞ্চুরি (ফাইল ছবি)ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব অনেক আগেই। শুক্রবার আরেকটি দেখলো ফখর জামানের সৌজন্যে। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন হার না মানা ২১০ রানের ইনিংস।

তার ডাবল সেঞ্চুরি করার পথে ওয়ানডে ক্রিকেটে পেয়েছে নতুন আরেকটি রেকর্ড। পাকিস্তান-জিম্বাবুয়ের চতুর্থ ওয়ানডে দিয়েই জন্ম নিয়েছে ওপেনিং জুটির সর্বোচ্চ রানের রেকর্ড। ইমাম-উল-হকের সঙ্গে তার যোগ করা ৩০৪ রান এখন ওয়ানডেতে সর্বোচ্চ ওপেনিং রানের জুটি। যাতে পেছনে ফেলেছেন ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গার ২৮৬ রানের উদ্বোধনী জুটির রান।

ওয়ানডেতে পাকিস্তানি কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এতদিন সাঈদ আনোয়ারের ১৯৪। ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে করা ওই ইনিংসটি অনেকদিন ধরে রেখেছিল ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের জায়গা। ওই জায়গা থেকে সাঈদ আনোয়ারের কীর্তি পেছনে পড়ে গেলেও পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে তিনিই এতদিন ছিলেন ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক। শুক্রবার সেই রেকর্ডকে নিজের করে নিলেন ফখর ১৫৬ বলে অপরাজিত ২১০ রানের অসাধারণ এক ইনিংস খেলে।

বুলাওয়ের ওয়ানডেতে ওপেনিংয়ে নেমে পুরো ৫০ ওভার খেলে মাঠ ছেড়েছেন ফখর। প্রথম পাকিস্তানি হিসেবে ডাবল সেঞ্চুরি করা ইনিংসটি তিনি সাজিয়েছেন ২৪ চার ও ৫ ছক্কায়। আরেক ওপেনার ইমাম ১২২ বলে ৮ বাউন্ডারি খেলেন ১১৩ রানের ইনিংস। আর ওয়ান ডাউনে নামা আসিফ আলী ২২ বলে ৫ চার ও ৩ ছক্কায় হার না মানা ৫০ রানের ইনিংস খেললে পাকিস্তানের স্কোরে জমা হয় ১ উইকেটে ৩৯৯ রান।

এখানেও হয়েছে নতুন রেকর্ডের জন্ম। ৩৯৯ রান তুলে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে পাকিস্তান। এশিয়ার দেশটির আগের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ছিল ৩৮৫ রানের।