ঘুরে দাঁড়ানোর আশা কোহলির

অনুশীলনে বিরাট কোহলিইংল্যান্ডে গিয়ে নাকানিচুবানি খেতে হচ্ছে ভারতকে। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টেই বাজেভাবে হেরেছে তারা। দ্বিতীয় টেস্টের হারের ক্ষত যন্ত্রণা দিচ্ছে বেশি, হারতে হয়েছে যে ইনিংস ব্যবধানে! তবে আশা হারাচ্ছেন না বিরাট কোহলি। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভারতীয় অধিনায়কের।

লডর্স টেস্টে দাঁড়াতেই পারেনি ভারত। প্রথম ইনিংসে মাত্র ১০৭ রানের অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে গুটিয়ে গিয়ে হারতে হয়েছে ইনিংস ও ১৫৯ রানে। ব্যাটিংটাই বেশি ডুবিয়েছে সফরকারীদের। দুই ইনিংসে কোনও ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি ইংলিশ পেসারদের সামনে। অথচ ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে ক্রিস ওকসের সেঞ্চুরির (১৩৭*) সঙ্গে জনি বেয়ারস্টো খেলেছেন ৯৩ রানের ইনিংস।

বৃষ্টির কারণে লডর্স টেস্ট চার দিনে শেষ হলেও খেলা হয়েছে সব মিলিয়ে তিন দিনেরও মতো। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পরের ম্যাচ হবে ট্রেন্ট ব্রিজে। ১৮ আগস্ট শুরু হতে যাওয়ার এই ম্যাচের আগে বেশ কয়েকদিন সময় পাচ্ছে ভারত। কোহলি এখন এই সময়টাকে কাজে লাগাতে চাইছেন, ‘ভালো দিক হলো আমরা পরের টেস্ট শুরুর আগে পাঁচ দিন পাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে ও শক্তি ফিরে পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

নিজের প্রস্তুতিতেও বাড়তি নজর দিচ্ছেন ভারতীয় অধিনায়ক, ‘আমাকে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে, যদিও মাঠের মধ্যে আগের বিষয়গুলো একই রকম রাখা যাবে না। ফিল্ডিং পজিশনে ভালো কিছু করার পাশাপাশি ব্যাট হাতে শতভাগ দিতে হবে। তবে এই মুহূর্তে (হারটা) যন্ত্রণা দিচ্ছে।’

যদিও আগের ম্যাচ ‍দুটির ভুল থেকে শিক্ষা নিয়ে ট্রেন্ট ব্রিজ টেস্টে চোখ রাখছেন কোহলি, ‘সামনের ম্যাচে কী অপেক্ষা করছে, আমরা সেটা বলতে পারব না, শুধু জানি আমাদের ভুলগুলো ঠিক করতে হবে। এছাড়া বিকল্প আর কিছু নেই।’ ভারতীয় অধিনায়ক ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন, ‘পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। ইতিবাচক থেকে ব্যবধান ২-১ করা সম্ভব, যাতে সিরিজের উত্তেজনা টিকে থাকে।’ ক্রিকইনফো