টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের ক্লাবে মালিক

সিপিএলে এসে ৮ হাজার রানের মাইলফলকে মালিকক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও কিয়েরন পোলার্ডের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শোয়েব মালিক।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে রবিবার থার্ড ম্যান দিয়ে অ্যাশলে নার্সকে চার মেরে এই কীর্তি গড়েন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অধিনায়ক।

পাকিস্তানের এই ব্যাটসম্যান করেন ৩৮ রান। কিন্তু তার এই অর্জনের দিনে গায়ানা ৩০ রানে হেরেছে টানা দুই ম্যাচ জেতার পর।

এই ক্লাবে গেইল সবার ধরাছোঁয়ার বাইরে। ৯ হাজার ও ১০ হাজার ক্লাব ছাড়িয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ১১ হাজারের মাইলফলকে। গেইল ১১ হাজার ৫৭৫ রান নিয়ে সবার উপরে। ৯ হাজার ১৮৮ রানে দ্বিতীয় স্থানে ম্যাককালাম। পোলার্ডের রান ৮ হাজার ২২৫।

২০ ওভারের ক্রিকেটে মালিকের সেরা ইনিংস অপরাজিত ৯৫ রানের। পাকিস্তানের সুপার এইট টি-টোয়েন্টি কাপে পেশাওয়ারের বিপক্ষে শিয়ালকোট স্ট্যালিয়ন্সের হয়ে এই ইনিংস খেলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান অতিক্রম করা পাঁচজনের একজন হচ্ছেন মালিক। ২ হাজার ১২১ রান নিয়ে শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় তিনি ৩ নম্বরে। তার উপরে মার্টিন গাপটিল (২ হাজার ২৭১) ও ম্যাককালাম (২ হাজার ১৪০)। আইসিসি