মোস্তাফিজ একজন ম্যাজিশিয়ান: মাশরাফি

শেষ বলের পর শূন্যে ভাসছে শেনওয়ারির ব্যাট, রোমাঞ্চকর জয়ে উল্লসিত মোস্তাফিজআফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে দুর্দান্ত বোলিং করা মোস্তাফিজুর রহমানের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ অধিনায়কের মতে, বোলিং দক্ষতায় মোস্তাফিজ একজন ‘ম্যাজিশিয়ান’।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষ ওভারে বেশ কয়েকটি ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রবিবার তিনি রুখে দিয়েছেন প্রতিপক্ষকে। শেষ ওভারে মাত্র ৮ রান প্রয়োজন ছিল আফগানদের। কিন্তু কাটার-মাস্টারের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের বেশি (যার মধ্যে দুই রান এসেছে লেগ বাই থেকে) করতে পারেনি তারা। রশিদ খানের মূল্যবান উইকেটও পেয়েছেন ‘দ্য ফিজ’।

ক্র্যাম্পের কারণে শর্ট রান-আপে শেষ ওভার করা মোস্তাফিজের প্রশংসা করে মাশরাফি বলেছেন, ‘এক কথায় মোস্তাফিজ একজন ম্যাজিশিয়ান। এ ধরনের অনেক ম্যাচে শেষ ওভারে ৮/৯ রান ডিফেন্ড করে জিততে পারিনি। অথচ সেই আমরাই শেষ ওভারে ওদের ৮ রান করতে দেইনি, শেষ পর্যন্ত লড়াই করে জিতেছি।’

সাকিবের করা ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে ভয় পাইয়ে দিয়েছিলেন মোহাম্মদ নবী। তবে পরের বলে নবীকে লং-অফে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব বিশ্বসেরা অলরাউন্ডারের। সেজন্য সাকিবেরও প্রশংসা করলেন মাশরাফি, ‘৪৯তম ওভারের শেষ তিনটি বল সাকিব খুবই ভালো করেছে। ওই ওভারটা ভালো না হলে ম্যাচ জেতার সুযোগ হারাতাম আমরা।’