তাসামুলের সেঞ্চুরি, তাসকিন-নাঈমের ৫ উইকেট

তাসকিন পেয়েছেন ৫ উইকেটএকা হাতে লড়াই করলেন তাসামুল হক। তার সেঞ্চুরির দিনে ৫ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও নাঈম হাসান। যাতে ঢাকা মেট্রো-চট্টগ্রামের জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচটি জমে উঠেছে। সিলেট-ঢাকা বিভাগের অন্য ম্যাচটি তৃতীয় দিনে এসে গড়িয়েছে মাঠে।

তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েছিল চট্টগ্রাম। তাসামুল ইসলাম দাঁড়িয়ে যাওয়ায় লড়াইয়ে ফেরে তারা। আগের দিনের ৮১ রান নিয়ে দিন শুরু করে তাসামুল তুলে নেন সেঞ্চুরি। তার ১১৬ রানের ওপর ভর দিয়ে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৩৬ রানে।

তাসকিন ৬৭ রান খরচায় পান ৫ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন শহিদুল ইসলাম ও আরাফাত সানি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ৬ উইকেটে ১৯১ ‍রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। তাতে দুই ইনিংস মিলিয়ে লিড নিয়েছে ২৪২ রানের। ঢাকা মেট্রোর হারানো ৬ উইকেট ৫টিই পেয়েছেন নাঈম।

ঢাকা মেট্রোর সর্বোচ্চ সংগ্রাহক সাদমান ইসলাম। এই ওপেনার করেছেন ৫২ রান। ৪০ রান এসেছে সৈকত আলীর ব্যাট থেকে। শামসুর রহমান অপরাজিত আছেন ৩১ রানে।

কক্সবাজারে ঢাকা বিভাগ-সিলেট বিভাগের ম্যাচের প্রথম দুই দিন খেলা পরিত্যক্ত ছিল। তৃতীয় দিনে এসে প্রথমবার মাঠে নামে দুই দল। যেখানে সিলেটের ব্যাটসম্যানরা দেখাচ্ছেন দাপট। ২ উইকেটে ২৯২ রানে শেষ করেছে তারা দিন।

ব্যাট হাতে জ্বলে উঠেছেন জাকির হাসান ও রাজিন সালেহ। জাকির দিন শেষ করেছেন ৮৪ রানে অপরাজিত থেকে। আর রাজিন চতুর্থ দিন শুরু করবেন ৬৪ রান নিয়ে। দুই ওপেনার ইমতিয়াজ হোসেন করেন ৪১ রান ও তৌফিক খানের ব্যাট থেকে আসে ৩৫ রান।