টি-টোয়েন্টিতেও উপেক্ষিত আমির

মোহাম্মদ আমিরঅস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে জায়গা হয়নি মোহাম্মদ আমিরের। এবার সফরকারীদের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দলেও উপেক্ষিত এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।

২৪ অক্টোবর আবুধাবির ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানের অন্যতম সেরা বোলার আমিরের জায়গা হয়নি এই সিরিজে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টেস্ট সিরিজেও দলের বাইরে আছেন তিনি। তবে চোট কাটিয়ে কুড়ি ওভারের সিরিজে ফিরেছেন ইমাদ ওয়াসিম। এশিয়া কাপে পাওয়া চোটে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে আমিরের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বোলিংয়ের ধার একেবারেই কমে গেছে তার। এক সময় বিশ্বসেরা সব ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলা এই পেসার সবশেষ ৫ ওয়ানডেতে ছিলেন উইকেটশূন্য। আর গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির পর পেয়েছেন মাত্র ৩ উইকেট!

তার বদলি হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেছে নিয়েছে ওয়াকাস মাকসুদকে। ফয়সালাবাদের ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসার ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন মোহাম্মদ নওয়াজ ও হারিস সোহেল। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ইমাদ ও বাবর আজম।

গত জুলাইয়ে হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে শাহিবজাদা ফারহানের। শুরুটা মোটেও ভালো হয়নি এই ওপেনারের, শূন্য রানে ফিরতে হয়েছিল প্যাভিলিয়নে। এরপরও দলে জায়গা ধরে রেখেছেন তিনি। ফখর জামান ও মোহাম্মদ হাফিজের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে আছেন শাহিবজাদা। ক্রিকইনফো

স্কোয়াড: ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহিবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হোসেন তালাত, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, শাহীন আফ্রিদি, উসমান খান, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।