স্পিনারদের দাপটের দিনে বাটলার-কারানের লড়াই

দিলরুয়ান নেন ৪ উইকেটক্যান্ডি টেস্টে দুইবার ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। প্রথম ধাপে দলকে বাঁচালেন জস বাটলার, তারপর স্যাম কারান। তাদের দুই ফিফটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২৮৫ রানের লড়াকু ইনিংস খেলে গুটিয়ে যায় সফরকারীরা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম দিনের শেষ বিকেলে খেলেছে ১২ ওভার। এক উইকেট হারিয়ে তাদের রান ২৬।

টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার সুরাঙ্গা লাকমল। প্রতিপক্ষের বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নেন স্বাগতিক তিন স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা, দিলরুয়ান পেরেরা ও আকিলা ধনঞ্জয়া।

বাটলারের ব্যাটে শুরুর ধাক্কা কাটায় ইংল্যান্ড৬৫ রানে ইংল্যান্ড ৩ উইকেট হারালে ক্রিজে নামেন বাটলার। চারটি জুটিতে ছিল তার অবদান, কিন্তু উপযুক্ত সঙ্গ পাননি কারও কাছে। মঈন আলী (১০) ও বেন ফোকসের (১৯) সঙ্গে ৪৫ ও ৩১ রানের জুটি গড়েন তিনি। বলা যায়, একাই লড়াই করেছেন মিডল অর্ডারে। ৬৭ বলে ৭ চারে ৬৩ রান করেন বাটলার।

১৭১ রানে ইংল্যান্ডের সপ্তম উইকেট পড়ে বাটলারের বিদায়ে। আদিল রশিদের (৩১) সঙ্গে তারপর ৪৫ রানের জুটিতে আবার স্বস্তি ফেরান কারান। আর শেষ জুটিতে বাঁহাতি এই ব্যাটসম্যান ইনিংসের সেরা ৬০ রানের জুটি গড়েন জেমস অ্যান্ডারসনকে নিয়ে। ১১৯ বলে ১ চার ও ৬ ছয়ে ৬৪ রান করে বিদায় নেন কারান।

স্যাম কারানের ফিফটি উদযাপনদিলরুয়ান সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩ উইকেট পান পুষ্পাকুমারা, দুটি আকিলার।

প্রথম ইনিংস খেলতে নেমে ভারত ২২ রানে তাদের প্রথম উইকেট হারায়। কুশল সিলভা ৬ রানে জ্যাক লিচের শিকার হন। ১৯ রানে অপরাজিত দিমুথ করুনারত্নেকে সঙ্গ দিতে নেমেছেন নাইটওয়াচম্যান পুষ্পাকুমারা। ১ রানে খেলছেন তিনি।