বড় অর্জনে ‘বিশেষ’ সম্মাননা

তামিম-মুশফিকআন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার কীর্তিতে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও ‘ব্যক্তিগত কারণে’ মিরপুরের সম্মাননা অনুষ্ঠানে ছিলেন না সাকিব।

বৃহস্পতিবার সম্মাননা হিসেবে এই তিন ক্রিকেটাকে দেওয়া হয়েছে সাদা রঙের একটি বিশেষ ব্লেজার ও সোনাখচিত একটি ক্রেস্ট, যেখানে লেখা আছে ‘10k Club Members’। এই লেখার অংশটাই সোনা দিয়ে তৈরি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে ১০ হাজার রানের ক্লাবে নাম লেখান তামিম। ২০১৭ সালের মার্চে এই কীর্তি গড়েন দেশসেরা ওপেনার। এরপর গত বছরের মার্চে এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নাম তোলেন সাকিব। আর গত মাসে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর।

তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া প্রসঙ্গে বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘ওরা আমাদের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার। ওরা দেশের হয়ে ১০ হাজার রান করেছে। এটা ওদের জন্য যেমন সম্মানের, দেশের জন্যও বিরাট সম্মানের। তাদের অর্জনকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছি।  তরুণ খেলোয়াড়রা প্রত্যেকেই ওদের দেখে অনুপ্রাণিত হবে।’

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ের পরই তামিম ও মুশফিককে দেওয়া হয় এই সম্মাননা। তামিমের গায়ে সাদা রঙের ব্লেজার পরিয়ে দেন প্রথম টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আর মুশফিককে ব্লেজার পরিয়ে দেন আকরাম খান। এরপর দুজনের হাতে বিশেষ স্মারক তুলে দেন বোর্ড প্রধান নাজমুল হাসান।