বিজয় দিবসে শহীদ মুশতাক-শহীদ জুয়েল প্রীতি ম্যাচ

প্রতি বছরের মতো এবারও দুই বীর শহীদের স্মরণে আয়োজিত হচ্ছে প্রীতি ক্রিকেট ম্যাচবাংলাদেশের ক্রীড়াঙ্গনের দুই অবিস্মরণীয় নাম শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল বীর বিক্রম এবং শহীদ মুশতাক আহমেদ। প্রতি বছরের মতো এবারও দুই বীর শহীদের স্মরণে আয়োজিত হচ্ছে প্রীতি ক্রিকেট ম্যাচ।

মহান বিজয় দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। ম্যাচটি দেখতে কোনও টিকিট লাগবে না। শনিবার দুই দলের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মুক্তিযুদ্ধের শুরুতে ২৫ মার্চ কালরাতে নির্মমভাবে নিহত হন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুশতাক। আক্রমণাত্মক ওপেনার এবং ক্র্যাক প্লাটুনের নির্ভীক সদস্য জুয়েল মুক্তিযুদ্ধের মাঝামাঝি ধরা পড়েন পাক বাহিনীর হাতে। ঢাকায় বেশ কয়েকটি গেরিলা অপারেশনে অংশ নেওয়া জুয়েলের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

শহীদ জুয়েল একাদশ:

হাবিবুল বাশার, হান্নান সরকার, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, ফারুক আহমেদ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান রানা, মোহাম্মদ আলী, এনামুল হক মনি, এহসানুল হক সিজান, মোহাম্মদ সেলিম, নাসির আহমেদ নাসু, মঞ্জুরুল ইসলাম, সজল চৌধুরী।

ম্যানেজার: আজহার হোসেন শান্ত

কোচ: দীপু রায়চৌধুরী

শহীদ মুশতাক একাদশ:

মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, আনোয়ার হোসেন, মুশফিকুর রহমান বাবু, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝরু, জাভেদ ওমর বেলিম, আনোয়ার হোসেন মনির, খালেদ মাসুদ পাইলট, মোরশেদ আলী খান, শফিউদ্দিন বাবু, মিজানুর রহমান বাবলু, ফয়সাল হোসেন ডিকেন্স।

ম্যানেজার: রকিবুল হাসান

কোচ: ওয়াহিদুল গনি