ওয়ানডেতে ১০ হাজারি ক্লাবে ধোনি

মহেন্দ্র সিং ধোনিঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাইলফলক স্পর্শ করলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম ভারতীয় হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের ক্লাবে যোগ দিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এশিয়া একাদশের জার্সিতে ১৭৪ রান করায় অবশ্য ওয়ানডে ক্রিকেটে আগে থেকেই ১০ হাজার রানের ক্লাবে ছিলেন ধোনি। এবার ভারতের জার্সিতে পাঁচ অঙ্কের ঘরে পৌঁছালেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।

৯৯৯৯ রান নিয়ে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামেন ধোনি। ৭টি বল মোকাবিলা করেই মাইলফলক স্পর্শ করেন তিনি। ভারতের হয়ে ১০ হাজার রানের ঘরে এর আগে জায়গা করে নেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি।

৫১ রানে আউট হন ভারতের সাবেক অধিনায়ক। ৪ রানে ৩ উইকেট হারানো ভারতকে তিনি টেনে তোলেন রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে।

সর্বকালের শীর্ষ ব্যাটসম্যানের তালিকায় ধোনির অবস্থান এখন ১৩ নম্বরে। আর কুমার সাঙ্গাকারার পর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে এই তালিকায় তিনি। আইসিসি