ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যুব দল ঘোষণা

6a87f066b470567cb171d61ac1051a72-5c3ca64a878a3বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রবিবার ঢাকায় পা রাখবে ইংল্যান্ড যুব দল। ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এক মাসের এই সফর। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে।

ঘোষিত দলে নেই যুব দলের নিয়মিত অধিনায়ক তৌহিদ হৃদয় ও পেসার শরীফুল ইসলাম। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তৌহিদ। ওই দলেই ছিলেন শরিফুল। দুজনই এবার খেলছেন বিপিএলে।  তৌহিদ খেলছেন সিলেট সিক্সার্সে, আর শরিফুলের দল খুলনা টাইটানস।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যুব বিশ্বকাপ ও এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছিলেন। এবার পেলেন যুব দলকে নেতৃত্বের দেওয়ার সুযোগ। তার ডেপুটি হিসেবে থাকবেন অলরাউন্ডার শামীম হোসেন।

রবিবার ঢাকায় নেমে সরাসরি কক্সবাজার যাবে ইংল্যান্ড যুবারা। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডের সঙ্গে দুটি চার দিনের ম্যাচ খেলবে ইংলিশরা। তার আগে ২৫ জানুয়ারি তারা নামবে প্রস্তুতি ম্যাচে।

২৭ জানুয়ারি কক্সবাজারে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর একই ভেন্যুতে বাংলাদেশ-ইংল্যান্ড মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ ও ৩১ জানুয়ারি প্রথম ও দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি।

এরপর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি এবং ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি দল দুটি মুখোমুখি হবে চার দিনের ম্যাচে। সিরিজ শেষে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বে ইংলিশ যুব দল।

বাংলাদেশ যুব দল: আকবর আলী (অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান, অমিত হাসান, শামীম হোসেন (সহ-অধিনায়ক), শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড বাই: সাজিদ হোসেন সিয়াম, মিনহাজুর রহমান মোহনা, মুজাক্কির হুসেন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।