ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৮ মার্চ

বক্তব্য রাখছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদঘরোয়া ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামী ৮ মার্চ। লিগের প্রস্তুতি হিসেবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে ১২টি দল। এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ ফেব্রুয়ারি। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ নিশ্চিত করেছেন এসব তথ্য।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘বছর দুয়েক আগে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলাম আমরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে এবার ছোট আকারে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।’

টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১২টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। চার গ্রুপ চ্যাম্পিয়নকে নিয়ে দুটি সেমিফাইনাল হবে ১ মার্চ। ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ম্যাচগুলো মিরপুরের পাশাপাশি ফতুল্লায় হবে। 

প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটাররা খেললেও টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিদেশিদের খেলার সুযোগ নেই। এ প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যানের বক্তব্য, ‘বিপিএলে স্থানীয় ক্রিকেটাররা খেলার তেমন সুযোগ পায় না। তাই এই টুর্নামেন্টে খেলে স্থানীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’

এবারও ৫০ ওভারের ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ড অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শাইনপুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে দুই নবাগত উত্তরা স্পোর্টিং ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) অংশ নেবে এবারের লিগে।