রেকর্ড লক্ষ্যেও জয়ের বিশ্বাস ছিল ইংল্যান্ডের

৩৫ বলে ফিফটি করে ইংল্যান্ডের দারুণ জয়ে অবদান রাখেন মরগানসাড়ে তিনশ’র উপরে রান তাড়া করে কখনও জেতায় হয়নি ইংল্যান্ডের। সেই বৃত্ত তারা ভাঙলো বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। ৩৬১ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জিতেছে তারা। অধিনায়ক এউইন মরগান ম্যাচ শেষে জানান, রেকর্ড লক্ষ্য পেলেও জয়ের বিশ্বাস ছিল তাদের মনে।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ক্রিস গেইলের ব্যাটে ৩৬০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এত বড় লক্ষ্যও ১.২ ওভার হাতে রেখে সহজে জিতে নিলো ইংল্যান্ড। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে সফল হওয়ার রেকর্ড গড়লো তারা।

ম্যাচ শেষে অধিনায়ক এউইন মরগান জানান, ‘আগেও এমন পরিস্থিতির মধ্যে ছিলাম আমরা। মাঝামাঝি সময়ে আমরা এনিয়ে কথা বলেছি। আমাদের মনে বিশ্বাস ছিল বড় লক্ষ্য আমরা তাড়া করতে পারবো।’

দুই সেঞ্চুরিয়ান জেসন রয় ও জো রুটকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের অধিনায়ক, ‘জেসন ও জনি ছিল দুর্দান্ত। কোনও সময়ই আমরা চাপ অনুভব করিনি।’

ইনিংস সেরা পারফর্ম করা রয়ের ব্যাটিংয়ে মুগ্ধ মরগান, ‘বড় রান তাড়া করে সফল হতে নিশ্চিতভাবে জেসনের দাপুটে ইনিংস ভূমিকা রেখেছে। চমৎকার ব্যাপার হলো রুটের সেঞ্চুরি অনেকে ভুলে যাবে, সে খুব সহজে এটা করেছে। কিন্তু আমরা ভাগ্যবান যে এমন দারুণ এক খেলোয়াড়কে আমরা পেয়েছি।’

ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান করেও হারের জন্য বাজে ফিল্ডিংকে দুষছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেছেন, ‘আমরা সুযোগগুলো লুফে নিতে পারিনি। আমাদের বোলাররা সুযোগ তৈরি করেছিল, কিন্তু আমরা পারিনি।’ ক্রিকইনফো