বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক করুনারত্নে

দিমুথ করুনারত্নেলাসিথ মালিঙ্গা নয়, বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন দিমুথ করুনারত্নে। ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে না খেললেও সম্প্রতি তার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতে লঙ্কানরা। এই সাফল্যের পুরস্কার তাকে দিতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট।

ঠিক উল্টোটা ঘটেছে মালিঙ্গার ভাগ্যে। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে সম্প্রতি সুপার ফোর টুর্নামেন্টে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে ওয়ানডে ওপেনার হিসেবে পছন্দের তালিকায় জায়গা করে নেন করুনারত্নে।

যদিও করুনারত্নের স্ট্রাইক রেট প্রশ্নবিদ্ধ। দ্রুত রান তুলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। এই টুর্নামেন্টে ৫৫ গড়ে রান করেছেন ১৬৫। স্ট্রাইক রেট ৯০ এর উপরে।

তারপরও সীমিত ওভারে মালিঙ্গার ব্যর্থতায় করুনারত্নের বিকল্প কাউকে পাচ্ছে না বোর্ড। অধিনায়ক হিসেবে ৯ ওয়ানডেতেই হেরে গেছেন মালিঙ্গা। তাছাড়া গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো দেখা যায়নি। এ বছরের শুরুতে সস্ত্রীক থিসারা পেরেরার সঙ্গে ফেসবুক বিতর্কে জড়িয়ে পড়েন মালিঙ্গা।

অধিনায়ক হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসের কথাও ভাবা হয়েছিল। কিন্তু তিনি সেই দায়িত্ব নেবেন না জানা গেছে। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কও ভালো নয় তার। অবশ্য করুনারত্নে ও মালিঙ্গার সঙ্গে বিশ্বকাপ দলে এই অলরাউন্ডারের থাকা নিশ্চিত।

বিশ্বকাপ দলের বাকি ১২ জনের নাম জানা যাবে ২৪ ঘণ্টার মধ্যেই। ১৫ জনের দল চূড়ান্ত করতে বৃহস্পতিবার শেষ বৈঠকে বসবেন নির্বাচকরা। ক্রিকইনফো