বৃষ্টিতে পণ্ড হবে না তো ইংল্যান্ড-বাংলাদেশের ম্যাচ?

কার্ডিফের পিচ কাভারে ঢাকাকার্ডিফের প্রাকৃতিক সৌন্দর্য, সুবিশাল আধুনিক ভবন ও ঐতিহাসিক স্থাপনাগুলো যে কাউকেই মুগ্ধ করবে। তবে এই শহরের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে বৃষ্টি। হুট-হাট বৃষ্টি এসে নগর জীবনকে থমকে দেয়। কার্ডিফের বর্তমান আবহাওয়া এমন যে, সারাদিনই বৃষ্টি হয়। এ কারণে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জাগছে।

শুক্রবার সকাল থেকে কার্ডিফের আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টিতে অনুশীলনও অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টায় কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টাইগারদের অনুশীলন করার কথা। কিন্তু সকাল থেকেই মুখ গোমড়া করে আছে আকাশ। কার্ডিফের আকাশে সূর্য ঢাকা মেঘে। সকাল থেকে ঠাণ্ডা বাতাস, সঙ্গে আবার ইলশে-গুঁড়ি বৃষ্টি।

সকাল থেকে বৃষ্টি হচ্ছে কার্ডিফেআবহাওয়া অফিসের পূর্বাভাসও তেমন ভালো না। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের দিনও কার্ডিফে দুপুর পর্যন্ত ভারী বর্ষণ আর বাতাসের বেগ থাকবে। তবে দুপুরের পর থেকে মেঘ কম থাকবে, বৃষ্টিও কমে আসবে। আর যদি আজকের মতো বৃষ্টি হতে থাকে তাহলে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে যেতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি ছাড়া কোনও উপায় থাকবে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দিনও বৃষ্টির বাগড়ায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। শনিবার ম্যাচের আগের দিনও হয়তো ইনডোরে অনুশীলন করতে হবে মাশরাফি-সাকিবদের।

বৃষ্টিতে বিরক্তি তৈরি হলেও বৃহস্পতিবার কার্ডিফে পৌঁছে দারুণ সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। সন্ধ্যায় টিম বাংলাদেশকে সংবর্ধনা দিয়েছে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে, এর ভেন্যুই ছিল মাশরাফিদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। কার্ডিফ উপসাগরের তীর ঘেষে দাঁড়ানো এই অ্যাসেম্বলি ভবন মুগ্ধ করবে যে কাউকেই।