টন্টন যেন এক টুকরো বাংলাদেশ (ফটো স্টোরি)

টন্টনে যে বাংলাদেশি নেই, তা নয়, তবে লন্ডনের তুলনায় সামান্যই। কিন্তু সোমবার এখানকার কাউন্টি গ্রাউন্ড দেখে সেটা বোঝার উপায় কই! ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গ্যালারিতে লাল-সবুজের পতাকার তলে বাংলাদেশের জার্সি গায়ে হাজারো বাঙালির উল্লাস-উন্মাদনার সঙ্গে গলা ফাটানো চিৎকার টন্টনের শান্ত পরিবেশে তৈরি করেছে অন্যরকম আবহ। স্টেডিয়ামের লাল-সবুজের সমারোহ দেখে মনে হতে পারে যেন ‘এক টুকরো বাংলাদেশ’। সুন্দর সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলাম।লাল-সবুজের পতাকার সঙ্গে জার্সি গায়ে হাজির হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের উইকেট উদযাপনে তাদের আনন্দ ছিল বাধভাঙা।

বাংলাদেশের উইকেট উদযাপন

দুর্দান্ত এক ক্যাচ নিলেন তামিম ইকবাল। বিধ্বংসী হয়ে ওঠা শিমরন হেটমায়ারের হাঁকানো বল উঠেছিল অনেক উঁচুতে, দৃষ্টি ঠিক থেকে অনেকটা ঝাঁপিয়ে তালুবন্দি করেন তামিম।

গ্যালারির প্রায় পুরোটা জুড়েই ছিলেন বাংলাদেশের সমর্থকরা।


দল বেঁধে এসেছেন তারা মাশরাফিদের সমর্থন দিতে।
দেশের পতাকা সঙ্গী করে জয় নিয়েই বাড়ি ফিরতে চান তারা।