টোকিওতে বাছাই পর্বে রোমান সানা দশম

টোকিও টোয়েন্টি-টোয়েন্টি টেস্ট ইভেন্টের বাছাই পর্বে দশম হয়েছেন বাংলাদেশের সেরা আর্চার২০২০ অলিম্পিকের প্রস্তুতি নিতে রোমান সানা এখন টোকিওতে। টোকিও টোয়েন্টি-টোয়েন্টি টেস্ট ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সেরা আর্চার। শুক্রবার টুর্নামেন্টের বাছাই পর্বে দশম হয়েছেন তিনি।

বাছাই পর্বে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৬২ স্কোর করা রোমান প্রথম রাউন্ডে খেলবেন ১৬ জুলাই, যেখানে তার প্রতিপক্ষ কাজাখস্থানের সুলতান দুজেলবায়েভ।

বাছাই পর্বের পারফরম্যান্সে রোমান সন্তুষ্ট। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমি বাছাই পর্বে সেরা আটের মধ্যে থাকতে চেয়েছিলাম। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। শুরুটা ভালো হলেও বৃষ্টি আর বাতাসের কারণে শেষটা ভালো করতে পারিনি। তবে নিজের পারফরম্যান্সে আমি খুশি। এই প্রতিযোগিতায় ভালো মানের আর্চাররা অংশ নিচ্ছে। আশা করি, তাদের সঙ্গে লড়াই করে আমার পারফরম্যান্স আরও ভালো হবে।’