হ্যাজেলউডের শর্ট বলে ভাঙলো স্টোকসের হেলমেট

ভেঙে গেলো স্টোকসের হেলমেটঅ্যাশেজে আরও একবার বাউন্সারে মাথায় আঘাত লাগার ঘটনা ঘটলো। রবিবার হেডিংলি টেস্টের চতুর্থ দিন এর শিকার হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন স্টোকস। জোশ হ্যাজেলউডের একটি শর্ট বলে ভেঙেছে তার হেলমেটও।

এই অ্যাশেজে দ্বিতীয়বার মাথায় আঘাতের ঘটনা ঘটেছে। এর আগে লর্ডস টেস্টের চতুর্থ দিন স্টিভেন স্মিথ আহত হয়ে মাঠ ছাড়েন, এমনকি শেষ দিন মাঠে নামতে পারেননি সাবেক অজি অধিনায়ক। ছিটকে যান হেডিংলি টেস্ট থেকেও।

এবার স্টোকসকে নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। ৭৬তম ওভারে হ্যাজেলউডের পঞ্চম বলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ইংলিশ অলরাউন্ডার হুক শটে ডানহাতি পেসারের শর্ট বল ব্যাটে লাগাতে পারেননি। তাতে হেলমেটে লাগে বল এবং কিছু অংশ ভেঙে যায়।

অবশ্য বিচলিত দেখা যায়নি স্টোকসকে। ঠাণ্ডা মাথায় হেলমেটের ভাঙা অংশ ক্রিজ থেকে তুলে লাগানোর চেষ্টা করেন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে আবার ব্যাট করেন। তখন ৬০ বলে ২ রানে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। ১১৯ বলে ৩২ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান স্টোকস। অপরাজিত ৩৪ রানে প্রথম সেশন শেষ করেন জনি বেয়ারস্টো।