বাংলা টাইগার্সের লোগো উন্মোচন

লোগো উন্মোচন করছেন চট্টগ্রামের মেয়র নাছিরউদ্দিনআগামী ১৪ থেকে ২৪ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে টি-টেন ক্রিকেট লিগের তৃতীয় আসর। প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্সের লোগো উন্মোচন হয়েছে শনিবার, চট্টগ্রামে।

প্রধান অতিথি হিসেবে লোগো উন্মোচন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা টাইগার্সের ফ্র্যাঞ্চাইজি এফএমসি গ্রুপের স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক খাতুন জান্নাত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

চট্টগ্রামের মেয়র নাছিরউদ্দিন বলেছেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট লিগে আমাদের কোনও দল যাচ্ছে। সেজন্য এফএমসি গ্রুপকে ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা একটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা দল দেখে গর্ব বোধ করবে।’

ইয়াসিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব এবং বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ দিতে টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিচ্ছে বাংলা টাইগার্স। আশা করি, ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাংলা টাইগার্সের অন্যতম স্বত্বাধিকারী সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘আমরা বাংলাদেশ থেকে সাপোর্ট স্টাফ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ, নাফিস ইকবাল এবং নাজিমউদ্দিনকে যথাক্রমে প্রধান কোচ, ম্যানেজার এবং সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছি আমরা।’