রোহিতের ডাবল সেঞ্চুরিতে রাঁচি টেস্টেও দুর্দান্ত ভারত

রোহিতের ডাবল সেঞ্চুরি উদযাপনএই সিরিজের আগের দুই ম্যাচের সঙ্গে রাঁচি টেস্টের অমিল খুঁজে পাওয়া বেশ কঠিন। বিশাখাপত্তম ও পুনের মতোই রানের পাহাড় গড়েছে তারা তৃতীয় ও শেষ টেস্টেও। রোহিত শর্মার প্রথম ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ফিল্ডিংয়ে ক্লান্ত প্রোটিয়ারা জবাব দিতে নেমে ২ উইকেটে ৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে।

ভারতের দাপুটে ইনিংসের নায়ক রোহিত। বিশাখাপত্তমে প্রথম টেস্টে ওপেনার হিসেবে অভিষেকে দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। রাঁচিতে করলেন ডাবল সেঞ্চুরি, মায়াঙ্ক আগারওয়াল ও বিরাট কোহলির পর এই সিরিজে ভারতের তৃতীয় ডাবল সেঞ্চুরিয়ান। মাত্র ৪ ইনিংসে ব্যাট করে সিরিজে তার রান ৫২৯। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে বীরেন্দর শেবাগের (৫৪৪) পর কোনও ভারতীয় ওপেনারের এটাই সিরিজ সেরা পারফরম্যান্স। পঞ্চম ভারতীয় ওপেনার হিসেবে এক সিরিজে পাঁচশ’র বেশি স্কোর করলেন রোহিত, সুনীল গাভাস্কার (৫ বার), বিনু মানকড় ও বুধি কুন্দেরানও এই কীর্তি গড়েছিলেন।

১১৭ রানে দিন শুরু করেন রোহিত, ২৪৯ বলে ২৮ চার ও ৫ ছয়ে করেন প্রথম ডাবল সেঞ্চুরি। তাকে থামতে হয় দলীয় ৩৭০ রানে। ২৫৫ বলে ২৮ চার ও ৬ ছয়ে ২১২ রানে কাগিসো রাবাদার শিকার হন এই ডানহাতি ব্যাটসম্যান। ইনিংস শেষ হওয়ার পর আরও একটি রেকর্ড ভেঙেছেন রোহিত। ঘরের মাঠে সর্বোচ্চ ৯৯.৮৪ ব্যাটিং গড়ে তিনি টপকে গেছেন ডন ব্র্যাডম্যানকে (৯৮.২২)।

তার সঙ্গে রবিবারের ইনিংসে আলো ছড়ান আজিঙ্কা রাহানে। ২০১৬ সালের পর ঘরের মাঠে প্রথম শতকের দেখা পান তিনি ১৬৯ বলে। ছয় নম্বরে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন এবং উমেশ যাদবের ১০ বলে ৩১ রানের ব্যাটিং ঝড়ের পর কোহলি ইনিংস ঘোষণা করেন।

মোহাম্মদ স্যামি ও যাদব প্রথম দুই ওভারে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডিন এলগার (০) ও কুইন্টন ডি কককে (৪) মাঠ ছাড়া করেন। আলোক স্বল্পতার কারণে ম্যাচ শেষ হওয়ার আগে ফাফ দু প্লেসি ১ রানে অপরাজিত ছিলেন, রানের খাতা না খুলে অন্য প্রান্তে ছিলেন যুবায়ের হামজা।