কোয়াবের ভূমিকায় অসন্তুষ্ট ফিকা, আছে ক্রিকেটারদের পাশে

63871330ক্রিকেটারদের অধিকার আদায়ের জন্য কাজ করার কথা ‍থাকলেও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশের (কোয়াব) বিলুপ্তি দাবি করেছেন খেলোয়াড়রা। সাকিব-তামিমদের আন্দোলনে যেখানে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষেই কথা বলতে শোনা গেছে সংগঠনটির সভাপতি নাইমুর রহমান দুর্জয়ের কণ্ঠে। এই অবস্থায় ক্রিকেটারদের সমর্থন জানিয়ে কোয়াবের কঠোর সমালোচনা করেছে ফিকা।

ক্রিকেটারদের ভালো-মন্দ দেখভালের জন্য জন্ম ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা ফিকা। গোটা ক্রিকেট বিশ্বের খেলোয়াড়দের সঙ্গে সদস্যভুক্ত ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে নজরে রাখে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি। বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলনও সর্বক্ষণ নজরে রাখছে তারা।

১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফিকা। নিজেদের অধিকার ও বাংলাদেশের ক্রিকেটের ঘরোয়া লিগের অনিয়ম নিয়ে আন্দোলনে নামা ক্রিকেটারদের পাশে থাকার কথাও জানিয়েছে তারা। মঙ্গলবার এক বিবৃতিতে কোয়াবের সদস্য পদ নিয়ে পর্যালোচনা করার বিষয়ও বিবৃতিতে উল্লেখ করেছে সংস্থাটি।

বাংলাদেশের ক্রিকেটারদের আন্দোলন নিয়ে ফিকা জানিয়েছে, ‘পেশাদার ক্রিকেটারের ন্যায্য অধিকার সুরক্ষার জন্য একত্রিত হয়ে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করছে ফিকা। বাংলাদেশে খেলোয়াড়দের আন্দোলনে নামার বিষয়টি চিন্তা করা কঠিন হলেও ‍এটা ঘটেছে। এখানেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া গেছে যে, খেলোয়াড়দের যেভাবে দেখভাল করা হচ্ছে, সেটার পরিবর্তন প্রয়োজন, ক্রিকেটের বড় দেশগুলোর কাছ থেকে আমরা যেমনটা আশা করি।’

বিবৃতির পরের অংশে বলা হয়েছে, ‘আমরা আরও পরিষ্কার হয়েছি, বাংলাদেশের খেলোয়াড়রা মনে করে তাদের ক্যারিয়ার ও জীবনযাত্রায় যে সব বিষয় প্রভাব ফেলে, সেই গুরুত্বপূর্ণ ইস্যুগুলো শোনা কিংবা সম্মান জানানো হয় না। এই বিষয়গুলোতে আওয়াজ তোলার কথা প্লেয়ারস অ্যাসোসিয়েশন ও দলীয় প্রতিনিধিদের।’

এরপরই কোয়াবের কঠোর সমালোচনা করেছে ফিকা, ‘আর এই জায়গাতেই আমাদের দুশ্চিন্তা, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ (কোয়াব) খেলোয়াড়দের কঠিন সময়ে তাদের কাজ ঠিকমতো করতে পারছে না। আরও চিন্তার বিষয় হলো, কোয়াবের সঙ্গে জড়িত কর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও পদ ধরে আছে।’

কোয়াবের কার্যক্রম ও খেলোয়াড়দের অবস্থা বিবেচনায় নিয়ে সংস্থাটি নিশ্চিত করেছে, ‘এই পরিস্থিতিতে খেলোয়াড়দের সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত আছে ফিকা।’

চলতি মাসের শুরুতে লন্ডনে হয়েছে ফিকার বার্ষিক সভা। এই সভায় ফিকার সদস্যদের বিষয়ে বেশ কয়েকটি জায়গায় নতুন নিয়ম যোগ করেছে। বদল হওয়া নিয়মে কোয়াব সংস্থাটির সদস্য পদ হারাতে পারে বলেও জানানো হয়েছে বিবৃতিতে, ‘ফিকার পরিবর্তিত নিয়মে কোয়াবের বর্তমান সদস্য পদের বিষয়টি পর্যালোচনা করবে ফিকা।’