তাইবুর-শুভর সেঞ্চুরি, হালিমের ৫ উইকেট

76922750_2462628817338251_6087112846309588992_oজাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে প্রথম স্তরের শীর্ষ দুই দল খুলনা ও ঢাকা সমানতালে লড়াই করছে।

তাইবুর রহমানের সেঞ্চুরিতে শনিবার শেষ রাউন্ডের প্রথম দিন খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে ২৭৩ রান করেছে ঢাকা। খুলনার আব্দুল হালিম নেন ৫ উইকেট।

প্রথম স্তরের অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে সোহরওয়ার্দী শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৩ রান করেছে রংপুর। গতবারের চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন দেলোয়ার হোসেন, তিনটি পান মোহর শেখ।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে হালিমের শেষ দুই বলে টানা উইকেট হারায় ঢাকা। ৪৭ রানে তাদের ৩ ব্যাটসম্যান সাজঘরে ফিরলে আব্দুল মজিদের সঙ্গে তাইবুরের ১২৯ রানের জুটি প্রতিরোধ গড়ে।

75464226_2462628797338253_344984537857523712_oমজিদ ৬৬ রানে বিদায় নেওয়ার পর শুভাগত হোমের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে আউট হন তাইবুর। তিনি ইনিংস সেরা ১১০ রান করেন ১৮৯ বলে ৭ চার ও ৩ ছয়ে। এরপর শুভাগতর অপরাজিত ৫৬ রানে সংগ্রহ বড় করতে থাকে ঢাকা।

খুলনার পক্ষে হালিম সর্বোচ্চ ৫ উইকেট নেন ১৬.১ ওভারে মাত্র ২৭ রান দিয়ে। অন্য দুটি উইকেট জিয়াউর রহমানের।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুরকে ব্যাটিং বিপর্যয় থেকে বাঁচান শুভ। রাজশাহীর কাছে ৯৪ রানে ৪ উইকেট হারানোর পর তিনি আরিফুল হকের (৫৭) সঙ্গে ১১১ রানের জুটি গড়েন। অধিনায়ক নাঈম ইসলাম খেলেন ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।